শিরোনাম
◈ প্রতি বছর এপ্রিলের গরম ৪০ ডিগ্রি ছাড়াবে, বলছে রিপোর্ট ◈ ডেমরায় পুলিশের রাবার বুলেট-টিয়ারশেলে ছত্রভঙ্গ অটোরিকশা চালকরা ◈ তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হলেন লাই চিং-তে ◈ ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ: ওবায়দুল কাদের ◈ বিশ্বের দূষিত বাতাসের তালিকায়  সোমবার ঢাকা ছিল ষষ্ঠ ◈ মধ্য গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৮, নেতানিয়াহু-সুলেভান বৈঠক ◈ ডিপজল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না: হাইকোর্ট  ◈ অটোরিকশাচালকদের তাণ্ডব: ৪ মামলা আসামি প্রায় ২৫০০ ◈ সাগরের তলদেশে সামরিক যাদুঘর তৈরি করলো জর্ডান ◈ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৭ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাদেরা সুলতানা নদী: মানুষ হিসেবে কর্মঠ, সৎ থেকে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে যেতে পারা একটা ব্লেসিংস

নাদেরা সুলতানা নদী: আমরা কে কেমন করে জীবন যাপন করবো না উদযাপন করবো এটা সবাই যে যার মতো করেই সময়ে বেঁছে নেই। যদিও এতে প্রভাবক হিসেবে কাজ করে অনেকটাই পরিবার, পরিজন, বন্ধু আত্মীয়, সমাজ এবং রাষ্ট্র। ধরুন, আপনি শুধুই ভালোবাসেন সুস্থ, স্বাভাবিক, শান্তিময় একটা জীবনে থাকতে তার জন্য পারতপক্ষে কোনো অশান্তির বিষয় নিয়ে মাথা ঘামান না বা অন্যের ক্ষতি করেন না। অন্যের কোনো পছন্দ বা অপছন্দে নাক গলান না। কিন্তু আপনি আপনার শান্তির জন্য যাই করুন না কেন কেউ কেউ আপনার উপর অনেক কিছুই চাপিয়ে দিতে চাইবে আপনি আপনার মতো ভালো থাকতে চাইলেও তাদের চোখে হয়তো তা না যতো কিছুই করেন বিশেষ করে যদি ধর্ম চর্চার মতো কোনো বিষয় সামনে না নিয়ে আসেন আজকাল অনেকেই আপনার অনেক বিষয় নিয়ে প্রশ্ন তোলে লাইফকে প্রশ্নবিদ্ধ করে তুলতে একদম দ্বিধা করেনা। আমি মনে করি, মানুষ হিসেবে খুব কর্মঠ, সৎ থেকে সুস্থ স্বাভাবিক একটা জীবন যাপন করে যেতে পারা একটা ব্লেসিংস। এক জীবনে সবাই এই সবগুলো বিষয় এক সঙ্গে পায়না বললেই চলে। আর এই পাবার জন্য আপনি রাত দিন ঠিক কতোটা পরিশ্রম করছেন, পরিবার বা বন্ধুদের পাশে দাঁড়াচ্ছেন সেটাই যদি জীবনের একটা অন্যতম লক্ষ্য হয় তবে অন্য কারও অযথা চাপ নিয়ে নিজেকে একটা প্রশ্নবোধক জায়গায় দাঁড় করিয়ে খামোকাই জীবনকে যন্ত্রণাময় করে তোলাটা একদম ঠিক না পারলে ইগ্নোর করেন, সৎ এবং পরিশ্রমী জীবন যাপন করে যাওয়াটাও একটা অনেক বড় ‘তপস্যা’ প্রার্থনা। এবং এটা ধরে রাখার কাজটা সুকঠিন, এটাতেই নিবিষ্ট থাকলে কে কী ভাবলো আপনাকে নিয়ে এটা ভাবার কোনো সময়ই থাকবে না জীবনে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়