শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবুগঞ্জে বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির কাতলা মাছ

ডেস্ক নিউজ: বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক শৌখিন মৎস্যশিকারি বাপ্পি সরদারের বড়শিতে মাছটি ধরা পড়ে। এরপর প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর মাছটি দিঘির পাড়ে তুলতে সক্ষম হন তিনি।

বরগুনার কলেজ রোড এলাকার বাপ্পি সরদার জানান, গতকাল বিকেলে তিনি ও তাঁর বন্ধুরা টিকিট কিনে মাছ শিকারে অংশ নেন। রাত ১১টার দিকে তিনি টের পান তাঁর বড়শিতে বড় ধরনের একটি মাছ আটকা পড়েছে। এরপর তিনি বন্ধুদের সহায়তায় প্রায় তিন ঘণ্টা পর মাছটি বশে আনেন। মাছটি বড়শিতে বেঁধার পর থেকেই পুরো দিঘি এলাকায় বেশ হইচই লেগে যায়। প্রথম আলো

প্রত্যক্ষদর্শী তপন লাল লস্কর বলেন, মাছটি পাড়ে তোলার পর থেকেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। গত ১০ বছরে দুর্গাসাগর দিঘিতে এত বড় মাছ পাওয়া যায়নি। সর্বশেষ গত ১৪ জুন এ দিঘিতে ২৫ কেজি ওজনের একটি কাতলা ধরা পড়েছিল। সোহেল জমাদ্দার নামের এক শৌখিন মৎস্যশিকারি ওই মাছ ধরেছিলেন।

বাপ্পি সরদার বলেন, ‘এত বড় মাছ ধরার পর অসম্ভব আনন্দ লাগছিল। কারণ, এত বড় কাতলা মাছ আমার বড়শিতে কখনো আটকা পড়েনি। আজ সন্ধ্যায় দুদিনের মাছ ধরার সময়সীমা শেষ হলে এলাকায় গিয়ে মাছটি কেটে বন্ধুদের মধ্যে ভাগ করে নেব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়