শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পেতে শুরু করছে বড় বাজেটের ছবি

ইমরুল শাহেদ: করোনা মহামারির নিষেধাজ্ঞা শিথিল হলেও চলচ্চিত্র প্রদর্শন ক্ষেত্রে কিছুতেই গতি আসছিল না। কারণ দর্শকের মতিগতি না বুঝে প্রযোজক-পরিবেশকরা ছবি মুক্তি দিতে চাইছিলেন না। প্রযোজক সমিতি সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে কোনো ছবি মুক্তির আবেদন করেননি কোনো প্রযোজক পরিবেশক।

এ তথ্য উল্লেখ করে প্রযোজক সমিতি সূত্র আরো জানিয়েছে, অক্টোবর মাসে মুক্তির জন্য এ পর্যন্ত পাঁচটি ছবির আবেদন জমা পড়েছে। সে ছবিগুলোর মধ্যে রয়েছে কসাই, ঢাকা ড্রিম, পদ্মপূরাণ, বাজি এবং চন্দ্রাবতী কথা। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে ‘চোখ’ ছবিটি। এটি মুক্তি পাবে ১ অক্টোবর। নায়িকা বুবলী এই ছবির মাধ্যমে প্রথম বারের মতো শাকিব খান ছাড়া পর্দায় আসছেন।
এই ছবির মাধ্যমে বুবলীর জনপ্রিয়তা কিছুটা হলেও যাচাই হবে বলে অনেকে মনে করছেন। এছাড়া আগামী ডিসেম্বর মাসে‘মিশন এক্সট্রিম’ ছবির প্রথম পর্ব মুক্তি পাবে। এর মানে বড় বাজেটের নির্মাতারা ছবি মুক্তির জন্য এগিয়ে আসতে শুরু করেছেন। আগামী তিন মাসে হয়তো আরো কিছু বড় বাজেটের ছবি মুক্তি পাবে। সিনেমা হলগুলোও খুলতে শুরু করেছে।

জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর মধুমিতা সিনেমা হল খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এখনো কিছু বড় সিনেমা হল খোলার বাকি রয়েছে। তারাও প্রস্তুতি নিচ্ছেন। তবে আনন্দ সিনেমা হলের একজন কর্মকর্তা বলেছেন, পুরনো ছবি দিয়ে তারা সিনেমা হল চালু রেখেছেন। দর্শক সমাগমে বড় ধরনের কোনো ঘাটতি হচ্ছে না। তবে নতুন ছবি হলে প্রত্যাশাব্যঞ্জক দর্শক সমাগম হবে তাতে কোনো সন্দেহ নেই।

একজন নির্মাতা বলেছেন, অ্যাপস এবং ইউটিউব দর্শকের চোখের বিনোদন ক্ষুধা মিটালেও মনের বিনোদন মিটাতে পারে না। চলচ্চিত্র সিনেমা হলেরই বিষয়, হাতের এনড্রয়েড সে চাহিদা পূরণ করতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়