স্পোর্টস ডেস্ক : [২] চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল ও দলের বড় জয় পাওয়ার আনন্দ নিয়েই মাঠ ছেড়েছিলেন ম্যানচেস্টার সিটির নাথান আকে। কিন্তু এরপরই পান অনেক বড় দুঃসংবাদ, মারা গেছেন তার বাবা।
[৩] ইতিহাদ স্টেডিয়ামে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে লাইপজিগের বিপক্ষে ৬-৩ ব্যবধানে জয়ের ম্যাচে ষোড়শ মিনিটে দলের প্রথম গোলটি করেন আকে। ২৬ বছর বয়সী এই ডাচ ফুটবলার পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দলের ও নিজের প্রথম গোলের কয়েক মিনিট পরই তার বাবা মারা যান। আমি জানি, আপনি সবসময় আমার সঙ্গে আছেন, সবসময় আমার হৃদয়ে থাকবেন এবং এই গোলটি আপনার জন্য ছিল, বাবা।
[৪] গত কয়েক সপ্তাহ আমার জীবনের সবচেয়ে কঠিন সময় কেটেছে। আমার বাবা খুব অসুস্থ ছিলেন এবং আর কোনো চিকিৎসা সম্ভব ছিল না। আমার বাগদত্তা, পরিবার এবং বন্ধুদের পাশে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। কঠিন সময়ের পর বুধবার (১৫ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে আমার প্রথম গোল করেছি। এর কয়েক মিনিট পরই তিনি শান্তিতে মারা যান। এ সময় আমার মা ও ভাই বাবার পাশেই ছিল।
[৫] আকের ক্লাব ক্যারিয়ার শুরু চেলসিতে। গত বছর বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর দলটির হয়ে খেলেছেন ১৬ ম্যাচ। এখন পর্যন্ত নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন তিনি ২২টি। - বিডিনিউজ/ গোল ডটকম