[১]কিং এডওয়ার্ড [২] রাজা হওয়ার আগে আমি ছিলাম সিমন ডি মন্টফোর্টের বন্দি। একদিন আমাকে জিজ্ঞাসা করা হলো আমি ঘোড়ায় চড়তে পারি কিনা? আমি একে একে সব ঘোড়ায় চড়লাম এবং ঘোড়াগুলোকে দৌড়াতে লাগলাম। যখন আমি শেষ ঘোড়ায় উঠলাম, আমি স্বাধীনতার দিকে অগ্রসর হলাম। পেছনের সব ঘোড়া তখন ক্লান্ত হয়ে পড়েছে।