শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৫ সেপ্টেম্বরের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হবে: রেলমন্ত্রী

সোহাগ হাসান: [২] রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সিরাজগঞ্জ-ঢাকা রুটে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যেই “সিরাজগঞ্জ এক্সপ্রেস” নামের ট্রেনটি পূণরায় চালু করা হবে।

[৩] বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ জেলার বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ পূণরায় চালুকরণ বিষয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগ প্রকল্পটি আমরা অনেক দূর এগিয়েছি। তবে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি বাস্তবায়ন কমিটি প্রকল্পটি দেখে সিদ্ধান্ত দিলে এ প্রকল্প শুরু হবে।

[৩] তিনি বলেন, সিরাজগঞ্জে আইসিটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে যার মাধ্যমে ভারতের সাথে রেলপথে পণ্য আমদানি-রপ্তানি করা হবে। সিরাজগঞ্জবাসীর অন্যান্য দাবীগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি।

[৪] রেল মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে মন্ত্রী বলেন, রেলের উন্নয়নে সরকার সারাদেশে রেল যোগযোগ ব্যবস্থা ছড়িয়ে দিতে কাজ করছে। বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ চলছে। পদ্মা সেতুতেও রেল সংযোগ দেওয়া হচ্ছে। দেশের প্রত্যেকটা জেলায় রেলসংযোগ ব্যবস্থা চালুর জন্য সরকার কাজ করছে।

[৫] সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, আওয়ামী লীগ নেতা এ্যাড. বিমল কুমার দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ প্রমূখ। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়