রাকিবুল আবির: [২] উত্তর কোরিয়া থেকে বুধবার দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। তবে বৃহস্পতিবার উত্তর কোরিয়া জানায়, ক্ষেপণাস্ত্র দুটি ট্রেন থেকে ছোঁড়া হয়েছিলো। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এতথ্য জানায়। রয়টার্স
[৩] একবারে নতুন ক্ষেপণাস্ত্রবাহী ট্রেন-ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কেসিএন এর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণের পর সেগুলো ৮০০ কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে গিয়ে আঘাত হানে। বুধবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে দেশটির ক্ষেপণাস্ত্রবাহী রেল রেজিমেন্ট। চলতি বছরের শুরুতেই রেজিমেন্টটি গঠন করা হয়। ন্যাশনাল পোষ্ট
[৪] এদিকে উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। সংস্থাটিতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস ডি রিভিয়ার জানান, উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে খুব শীঘ্রই বৈঠক করতে যাচ্ছে জাতিসংঘ। দেশটির এমন কর্মকান্ড পার্শ্ববর্তী দেশগুলোর জন্য হুমকিস্বরূপ। আলজাজিরা
[৫] তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার দাবি করা নতুন এই ক্ষেপণাস্ত্রবাহী ট্রেন-ব্যবস্থার পরীক্ষার বিষয়ে অনেকেই নিন্দা জানিয়েছে। বিশ্বের শান্তি ও নিরাপত্তা দেশটির এমন কর্মকান্ডের কারণে হুমকির মুখে পড়েছে।