শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘সুশিক্ষিত কিন্তু অজ্ঞদের মতো আচরণ’- পিসিবির প্রতি ক্ষুব্ধ আমির

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। যেখানে তারকা পেসার মোহাম্মদ আমিরকে আরও ৩৯ ক্রিকেটারের সাথে দ্বিতীয় পর্যায় ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। আর এতেই পিসিবির উপর বেজায় চটেছেন আমির, জানিয়েছেন ধিক্কার।
[৩]পাশাপাশি সেই চুক্তি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন বাঁহাতি এই পেসার। কেননা পিসিবির বিধিনিষেধে জড়াতে চান না তিনি। আর ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে তাকে অন্তর্ভুক্ত করার আগে তার সাথে পিসিবির যোগাযোগ করা উচিৎ ছিলো বলে মনে করেন মোহাম্মদ আমির। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি যদি আন্তর্জাতিক ক্রিকেট না খেলি, তাহলে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার কি দরকার? তারা এই চুক্তির প্রস্তাব দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু তা হতে যাচ্ছে না। ঘরোয়া চুক্তির তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার আগে পিসিবির উচিৎ ছিল আমার সাথে যোগাযোগ করা।
[৪]সেই সাথে পিসিবিকে তিনি পরামর্শ দিয়েছেন বরং তার চুক্তি অন্য কোনো তরুণ কোনো ক্রিকেটার দিতে, যাতে সে তার পরিবারকে সাহায্য করতে পারে। তারকা পেসার বলেন, তাদের (পিসিবি) পদে সুশিক্ষিত লোক আছে কিন্তু তারা এখনও অজ্ঞদের মত আচরণ করছে। পিসিবির উচিত আমার কেন্দ্রীয় চুক্তি একজন তরুণ ক্রিকেটারকে দিয়ে সাহায্য করা এবং যাতে সে তার পরিবারকে সাহায্য করতে পারে।
[৫]গেল বছর পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের উপর মানসিক অত্যাচারের অভিযোগ এনে মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মোহাম্মদ আমির। সম্প্রতি প্রধান কোচ মিসবাহ-উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিস দায়িত্ব থেকে সরে দাঁড়ালে গুঞ্জন উঠে ছিলো অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাঁহাতি পেসার।তবে আমির জানিয়েছেন বিশ্বব্যাপী ফ্যাঞ্জাইজি লিগগুলো খেলাই উপভোগ করছেন তিনি। এ পাকিস্তানি পেসার বলেন, হয়তো তারা (পিসিবি) এই সত্যটি গ্রহণ করেনি যে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি, সে কারণেই তারা এমন পদক্ষেপ নিয়েছে।আমি লিগ ক্রিকেট খেলা উপভোগ করছি এবং বাকি সময়টা আমার পরিবারের সাথে কাটাচ্ছি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়