শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ড্রেকসের বীরত্বে সিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট কিটস

স্পোর্টস ডেস্ক: [২]ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, সেন্ট লুসিয়ার দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ডমিনিক ড্রেকসের ব্যাটিং বীরত্বে শেষ বলে ৩ উইকেটের জয় পেয়েছে দলটি। টুর্নামেন্ট সেরা হয়েছেন রোস্টন চেজ।

[৩]রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফিরে যান ক্রিস গেইল, আগের দুই ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা এভিন লুইসও এদিন ব্যর্থ। ২৬ রানে ২ উইকেট হারানো সেন্ট কিটসকে তৃতীয় উইকেটে ৪৫ রান এনে দেন জশোয়া ডি সিলভা ও শেরফানি রাদারফোর্ড।পরপর দুই ওভারে ফিরে যান ডি সিলভা (৩৭) ও রাদারফোর্ড (২৫), অধিনায়ক ডোয়াইন ব্রাভো ৮ রান করে ফিরলে ৯৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে জয়টাকে কঠিন করে তোলে সেন্ট কিটস।

[৪]শেষ ৬ ওভারে জয়ের জন্য সেন্ট কিটসের প্রয়োজন ছিল ৬৫ রান, উইকেটে ডমিনিক ড্রেকস ও ফাবিয়েন অ্যালেন। ষষ্ঠ উইকেটে অ্যালেনকে সঙ্গী করে ৪৪ রান যোগ করেন ড্রেকস, ১২ বলে ২১ রানের সমীকরণে প্রথম বলেই ফিরে যান ২০ রান করা অ্যালেন।একই ওভারে শেলডন কটরেল রান আউটে কাটা পড়লেও ২ বলে মহাগুরুত্বপূর্ণ ৫ রান আসে তার ব্যাট থেকে, শেষ ওভারে ৯ রানের প্রয়োজন পড়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। কেসরিক উইলিয়াসের করা শেষ ওভারের প্রথম ৩ বলে আসে মাত্র ২ রান, শেষ ৩ বলে তখন ৭ রানের সমীকরণ।

[৫]স্ট্রাইকে ডমিনিক ড্রেকস, চতুর্থ বল থেকে নেন ২ রান। শেষ ২ বলে ৫ রানের সমীকরণ বাউন্ডারি হাকিয়ে ১ রানে নামিয়ে আনেন ড্রেকস, শেষ বলে ১ রান নিয়েই দলকে চ্যাম্পিয়ন করেন ড্রেকস। ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় সেন্ট কিটস, ড্রেকস ২৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন।এর আগে ডোয়াইন ব্রাভোর ৫০০ তম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট লুসিয়া কিংস, ব্যাটিংয়ে নেমে বৃষ্টির বাধায় পড়ে সেন্ট লুসিয়া, প্রায় ৪৫ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও খেলা মাঠে গড়ায়। আন্দ্রে ফ্লেচার ১১ ও মার্ক ডেয়াল ১ রান করে ফিরলে ৩২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে সেন্ট লুসিয়া।

[৬]তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন রাকিম কর্নওয়াল ও রোস্টন চেজ, ৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলেন কর্নওয়াল। টুর্নামেন্ট সেরা রোস্টন চেজের ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৩ রানের ইনিংস, শেষ দিকে কিমো পল ২১ বলে ৩৯ রানের ইনিংস খেললে ৭ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় সেন্ট লুসিয়া কিংস।ফাওয়াদ আহমেদ ও নাসিম শাহ নেন ২ টি করে উইকেট, দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও ১২ ম্যাচে ৪৪৩ রান ও ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন রোস্টন চেজ। দলকে জিতিয়ে ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন ডমিনিক ড্রেকস।

[৭]সংক্ষিপ্ত স্কোর:সেন্ট লুসিয়া কিংস ১৫৯/৭ (আন্দ্রে ফ্লেচার ১১, রাকিম কর্নওয়াল ৪৩, রোস্টন চেজ ৪৩, নাসিম শাহ ২/২৬, ফাওয়াদ আহমেদ ২/৩২, ফাবিয়েন অ্যালেন ১/১৭)।সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ১৬০/৭ (জশোয়া ডি সিলভা ৩৭, শেরফানি রাদারফোর্ড ২৫, ডমিনিক ড্রেকস ৪৮*, ফাবিয়েন অ্যালেন ২০, ওয়াহাব রিয়াজ ২/৩৬, রোস্টন চেজ ১/১৭)।ম্যান অব দা ফাইনাল: ডমিনিক ড্রেকস।ম্যান অব দা টুর্নামেন্ট: রোস্টন চেজ (৪৪৬ রান, ১০ উইকেট)। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়