শিরোনাম
◈ বিএনপি নেতা ফয়জুল করিমের আওয়ামী লীগে যোগদান: বললেন, ‘শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক’ (ভিডিও) ◈ আরও আগে অভিষেক হলে শচীন টেন্ডুলকার‌কে টপকে যেতাম : মাইক হা‌সি ◈ বাংলাদেশের ব্যাংক খাতে প্রতিদিন ৪০০-এর বেশি সাইবার হামলা, অর্ধেক আসছে চীন–উত্তর কোরিয়া–রাশিয়া থেকে ◈ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতারণা চক্রে স্টারলিংক নতুন অস্ত্র, সাইবার নিরাপত্তায় উদ্বেগ বাংলাদেশে ◈ আরও ৯ জনের শরীরে রংপুরে অ্যানথ্রাক্স-সাদৃশ্য উপসর্গ ◈ নির্বাচনের আগে প্রশাসনের রদবদল নিজেই তদারকি করবেন প্রধান উপদেষ্টা: এনসিপি ও জামায়াতকে আশ্বাস ◈ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশে সমাধানের বদলে দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া ◈ সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে অ্যামনেস্টির বিশেষ অনুরোধ ◈ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন পুনর্গঠন: ডিসেম্বরেই হতে পারে ডিসি সম্মেলন ◈ দেশের বাজারে একলাফে সোনার দাম ভরিতে কমলো ৮ হাজার ৩৮৬ টাকা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ ছক্কায় ডি ভিলিয়ার্সের ব্যাটে ৪৬ বলে ১০৪ রান!

স্পোর্টস ডেস্ক: [২] আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে করোনা ভাইরাসের জেরে থমকে থাকা আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্ব। ২০ সেপ্টেম্বর আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলির দল। তার আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে আরসিবি ক্রিকেটারদের হাড্ডাহাড্ডি লড়াই ক্রিকেট প্রেমীদের আনন্দ দিয়েছে। আরও একবার চমকে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

[৩] অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতেই অনুশীলন ম্যাচে দুই ভাগে ভাগ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলার। হর্শল প্যাটেল ও দেবদত্ত পাড়িক্কলের ঘাড়ে দুই শিবিরকে নেতৃত্ব দেওয়ার ভার পড়ে। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হর্শল। সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে পরিচিত মেজাজে বাইশ গজে বোলারদের শাসন করেন এবি ডি ভিলিয়ার্স। একটা সময় ১৯ বলে ১৯ রান করে খেলছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। সেখান থেকে আচমকাই রানের গতি বাড়াতে থাকেন এবিডি। চেনা ঢঙে মাঠের চতুর্দিকে শট নিতে থাকেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।

[৪] এরপর ধরাছোঁয়ার বাইরে চলে যান ডি ভিলিয়ার্স। নিজের ইনিংসের শেষ ২৭ বলে ৮৫ রান করেন এবিডি। ৪৬ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। ১০টি ছক্কা ও সাতটি চার দিয়ে সাজানো ডিভিলিয়ার্সের ইনিংস দেখে মুগ্ধ হন ক্রিকেট প্রেমীরা। ৪৩ বলে ৬৬ রান করেন মোহাম্মদ আজহারউদ্দিন।

[৫] জবাবে ৪৭ বলে ৯৫ রানের অনবদ্য ইনিংস খেলেন কেএল ভারত। ম্যাচ সাত উইকেটে জেতে দেবদত্ত পাড়িক্কলের দল।

[৬] উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর আবু ধাবিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আরসিবি। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়