শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:১০ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুদানের ১৮ লাখ টাকা জরিমানাসহ ফেরত দিচ্ছেন অমিতাভ রেজা

ইমরুল শাহেদ: হুমায়ূন আহমেদের ‘পেন্সিলে আঁকা পরী’ উপন্যাসের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য পাওয়া সরকারি অনুদানের ১৮ লাখ টাকা জরিমানাসহ ফেরত দিচ্ছেন অমিতাভ রেজা। তিনি গণমাধ্যমকে বলেছেন, হুমায়ূন আহমেদের পরিবার থেকে যে শর্ত দেওয়া হয়েছে, তা মেনে তিনি চলচ্চিত্রটি নির্মাণ করতে পারছেন না। নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে বনিবনা না হওয়ার কথা স্বীকার করেছেন প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওনও। ২০২০-২১ অর্থ বছরে ছবিটি নির্মাণের জন্য তিনি ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন। পাওয়া অর্থ ফেরত দেওয়ার বিষয়ে তিনি ইতোমধ্যে অনুদান কমিটির সঙ্গে যোগাযোগ করেছেন।

তিনি বলেন, ‘পেন্সিলে আঁকা পরী নির্মাণের জন্য ১০ বছর প্রস্তুতি নিয়েছি। তিন বছর ধরে এর চিত্রনাট্য করেছি রঞ্জন রব্বানীকে সঙ্গে রেখে। তারও আগে দুই দফায় সরাসরি হুমায়ূন আহমেদ স্যারের কাছ থেকে সিনেমা নির্মাণের জন্য অনুমোদন নিয়েছি। এরপর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একাধিকবার এটির বিষয়ে পজিটিভ আলাপ হয়েছে।’ জানা গেছে, হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার সাহিত্য ও নির্মাণ বিষয়ে ট্রাস্টি বোর্ড গঠনের মাধ্যমে কিছু নিয়ম তৈরি করা হয়েছে। যে বোর্ডে হুমায়ূন পরিবারের সদস্যরা রয়েছেন। ‘পেন্সিলে আঁকা পরী’ সিনেমাটি অনুদান পাওয়ার পর ট্রাস্টি বোর্ডের চূড়ান্ত অনুমোদন নিতে গেলে বেশ কিছু নতুন শর্ত সামনে আসে।

যে শর্তগুলো মেনে এটি নির্মাণ করতে গেলে গল্পের প্রতি অবিচার করা হবে বলে মনে করছেন অমিতাভ রেজা। তার ভাষায়, ‘সরকারি টাকা মানে জনগণের টাকা। তো সেই টাকাগুলো নিয়ে আমি জনগণের সম্পদ নষ্ট করতে চাই না। আমি স্পষ্ট দেখতে পারছি, ছবিটি শেষ পর্যন্ত বানাতে পারবো না ট্রাস্টি বোর্ডের শর্তগুলো পূরণ করতে গেলে। তারচেয়ে সরকারের টাকাটা ফেরত দেওয়াই উত্তম।’

অমিতাভ রেজার মুক্তিপ্রতীক্ষিত দ্বিতীয় চলচ্চিত্র ‘রিক্সা গার্ল’ নিয়ে যাচ্ছেন উত্তর আমেরিকায়। ৭ থেকে ১৭ অক্টোবর মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। যেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অমিতাভ রেজা। সেখান থেকে ফিরেই তিনি নতুন ছবির ঘোষণা দেবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়