শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৯ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবি নীলদলের 'চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু' গ্রন্থ উন্মোচন

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল (একাংশ) সম্পাদিত মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

[৩] এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠতম উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এস. এ. মালেক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বাহালুল মজনুন চুন্নু, জবি নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, নীলদলের সাধারণ সম্পাদক ও প্রক্টর ড. মোস্তফা কামালসহ নীলদলের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

[৪] মোড়ক উন্মোচনে নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলদল থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেখা সংকলিত হয়েছে।গ্রন্থটিতে মোট ১৭টি আর্টিকেল রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়