শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৩ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট খেলবেন না হাশিম আমলা

স্পোর্টস ডেস্ক : [২] ওয়েস্টার্ন প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউপিসিএ) মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর নিশ্চিত করেছে যে, সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

[৩] ডব্লিউপিসিএ এর প্রকাশিত বিবৃতিতে প্রধান নির্বাহী মাইকেল ক্যান্টারবারি হাশিম আমলার দলে না ফেরার প্রসঙ্গে বলেন, এটা স্পষ্টতই অত্যন্ত হতাশাজনক, হাশিম আসন্ন মৌসুমে সিক্স গান গ্রিল ওয়েস্টার্ন প্রদেশ দলে যোগদান করবেন না। তিনি মাঠে এবং মাঠের বাইরে দলের জন্য একটি বিশাল সম্পদ। বিশেষ করে আমলার মতো অভিজ্ঞ ক্রিকেটার দলের সাথে থাকলে তরুণ ব্যাটসম্যানদের জন্য সুবিধা হত। আমি হাশিম আমলা এবং তার প্রতিনিধিদের ধন্যবাদ জানাতে চাই। আমরা সবাই জানি হাশিম দক্ষিণ আফ্রিকা দলে আমাদের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু আমরা তাঁর সিদ্ধান্ত পুরোপুরি বুঝতে পেরেছি। তিনি এবং তাঁর পরিবারের জন্য শুভ কামনা।

[৪] মূলত সিক্স গান গ্রিল ওয়েস্টার্ন প্রদেশ স্কোয়াডে ২০২১/২০২২ মৌসুমের জন্য দল নির্বাচনে করবে। যেখানে ওয়েস্টার্ন প্রদেশ প্রথম বিভাগে খেলবে, আমলা ডব্লিউপিকে তাঁকে স্কোয়াডের বাইরে রাখতে বলেন।

[৫] দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে না ফেরার সিদ্ধান্ত নিয়ে হাশিম আমলা জানান, আমি পুরো চুক্তি প্রক্রিয়া জুড়ে তাঁদের সঙ্গে ভালো যোগাযোগের জন্য ওয়েস্টার্ন প্রদেশকে ধন্যবাদ জানাতে চাই। আমি বর্তমানে আমার কর্মজীবনে কোথায় আছি এবং আমার ভবিষ্যতের প্রচেষ্টার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি আসন্ন মৌসুমের জন্য দলকে শুভ কামনা জানাতে চাই। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়