শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের মুম্বাইয়ে আবারো ধর্ষণের শিকার এক নারী

সাকিবুল আলম: [২] মুম্বাই পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী সেই নারীকে মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় ধর্ষণ করা হয় ও গোপনাঙ্গে রড ঢুকিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিতার মৃত্যু হয়। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

[৩] মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত নাগালে ধর্ষণের শিকার সেই নারীর মৃত্যুর পর মন্তব্য করেছেন, প্রত্যেক অপরাধস্থলে উপস্থিত থাকা পুলিশ বাহিনীর পক্ষে সম্ভব নয়। তার এই মন্তব্য দেশজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছে।

[৪] ভারতের নারী অধিকার বিষয়ক জাতীয় নারী কমিশন (এনসিডাবলিউ) পুলিশ প্রধানের এ মন্তব্যের কড়া সমালোচনা করে। নারী কমিশনের সদস্য চন্দ্রমুখী দেবি বলেছে, পুলিশ প্রধানের এ বিবৃতি অত্যন্ত অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক। পুলিশ তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এএনআই, পিটিআই

[৫] ভারত জুড়ে এই মুহূর্তে উৎসবের মৌসুম চলছে। নির্মম এ হত্যাকাণ্ডের পরে তদন্তের স্বার্থে পুলিশ প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো, উৎসবের মৌসুমে শহরজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করার পরেও কেনো এ ধরনের নৃশংস অপরাধ সংঘটিত হলো।

[৬] পুলিশ প্রধান এ প্রশ্নের উত্তরে বলেন, পুলিশ ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। অপরাধের তথ্য পাওয়ার পরই পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়েছি।

[৭] পুলিশ ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ৪৫ বছর বয়সী মোহন চৌহানকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যায় ধর্ষণ ও হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়