শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৪ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাওরে ঘুরতে গিয়ে নিখোঁজ ঢাকার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাজহারুল ইসলাম : [২] কিশোরগঞ্জের হাওরে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২ দিন পর রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিকলী উপজেলার ছাতিরচর থেকে ব্যবসায়ী সৈয়দ জাহিরুর রহমান সাগর (৪৫) এর মরদেহ উদ্ধার করে নিকলী থানা পুলিশ।

[৩] ব্যবসায়ী সৈয়দ জাহিরুর রহমান সাগর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার কাজীপাড়া কাঁঠালতলা এলাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী।

[৪] নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, শুক্রবার (১০ সেপ্টেম্বর) ছুটির দিন থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউএফএ সংগঠনের উদ্যোগে শিশু ও নারীসহ ৫০ জনের সঙ্গে কিশোরগঞ্জ হাওরে ঘুরতে আসেন সাগর। সকালে জেলার নিকলী বেড়িবাঁধ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় বন্ধুদের সঙ্গে মিঠামইনের হাওরে ঘুরতে যান। মিঠামইন অল ওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন পয়েন্ট ঘুরে রাত সাড়ে ৮টার দিকে নিকলীতে ফেরেন তারা। ঢাকায় ফেরার জন্য গাড়িতে উঠার সময় অন্য বন্ধুরা সাগরকে খুঁজে পাননি। এ সময় তারা নিকলী থানায় বিষয়টি জানান।

[৫] বিষয়টি জানার পর নিকলী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন সাগরকে উদ্ধারে হাওরের বিভিন্ন স্থানে অভিযান চালালেও সাগরের মরদেহ খুঁজে পাওয়া যায়নি। পরে রোববার বেলা ১১টার দিকে সাগরের মরদেহ স্থানীয় জেলেরা ছাতিরচরের কাছে হুলাবারিয়ার চরে তার মরদেহ দেখতে পায়। পরে গ্রাম পুলিশের সহায়তায় নিকলী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়