শিরোনাম
◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৪ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাওরে ঘুরতে গিয়ে নিখোঁজ ঢাকার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাজহারুল ইসলাম : [২] কিশোরগঞ্জের হাওরে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২ দিন পর রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিকলী উপজেলার ছাতিরচর থেকে ব্যবসায়ী সৈয়দ জাহিরুর রহমান সাগর (৪৫) এর মরদেহ উদ্ধার করে নিকলী থানা পুলিশ।

[৩] ব্যবসায়ী সৈয়দ জাহিরুর রহমান সাগর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার কাজীপাড়া কাঁঠালতলা এলাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী।

[৪] নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, শুক্রবার (১০ সেপ্টেম্বর) ছুটির দিন থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউএফএ সংগঠনের উদ্যোগে শিশু ও নারীসহ ৫০ জনের সঙ্গে কিশোরগঞ্জ হাওরে ঘুরতে আসেন সাগর। সকালে জেলার নিকলী বেড়িবাঁধ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় বন্ধুদের সঙ্গে মিঠামইনের হাওরে ঘুরতে যান। মিঠামইন অল ওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন পয়েন্ট ঘুরে রাত সাড়ে ৮টার দিকে নিকলীতে ফেরেন তারা। ঢাকায় ফেরার জন্য গাড়িতে উঠার সময় অন্য বন্ধুরা সাগরকে খুঁজে পাননি। এ সময় তারা নিকলী থানায় বিষয়টি জানান।

[৫] বিষয়টি জানার পর নিকলী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন সাগরকে উদ্ধারে হাওরের বিভিন্ন স্থানে অভিযান চালালেও সাগরের মরদেহ খুঁজে পাওয়া যায়নি। পরে রোববার বেলা ১১টার দিকে সাগরের মরদেহ স্থানীয় জেলেরা ছাতিরচরের কাছে হুলাবারিয়ার চরে তার মরদেহ দেখতে পায়। পরে গ্রাম পুলিশের সহায়তায় নিকলী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়