শিরোনাম
◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম ◈ নির্বাচন জামায়াত–এনসিপির অধীনে হচ্ছে, তাদের মিলেই সরকার গঠিত: জিএম কাদের ◈ শুল্ক কমানো হলেও কেন কমছে না দাম—ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান ◈ হাসিনার উসকানিমূলক বক্তব্য দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ২০ সেপ্টেম্বর ভাঙ্গা পৌরসভার নির্বাচন

সনতচক্রবর্ত্তী : [২] এর আগে দুই দফা নির্বাচন স্থগিত হয়।শুক্রবার(১০ সেপ্টেম্বর) থেকে ফের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ ওয়ার্ডে ১০ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

[৩] নির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ২৫ জন প্রার্থী এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়েছেন। বাকী ২১ জনের পূর্বে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে।

[৪] ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা মহামারির কারণে এ নির্বাচন দুই দফা পিছিয়ে ছিলো। আগামী ২০ সেপ্টেম্বর ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ৯টি ওয়ার্ডের ১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

[৫] মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এ এফ এমডি রেজা (নৌকা প্রতীক), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (হাত পাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সী (নারিকেল গাছ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

[৬] সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৫ জন, ৪নং ওয়ার্ডে ১০ জন, ৫নং ওয়ার্ডে ২ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়াের্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ২ জন, ৯নং ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১৮ মার্চ ছিল এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

[৭] এ নির্বাচনে মোট ভোটার ২৬,৮৮২। এর মধ্যে পুরুষ ভোটার ১৩৪৩৫, নারী ভোটার ১৩৪৪৬ ও তৃতীয় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম।

[৮] উল্লেখ্য, ১৯৯৭ সালের ১ মার্চ ভাঙ্গা, হামিরদী, আলগী ইউনিয়নের অংশবিশেষ নিয়ে ভাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৮.৫ বর্গ কিলোমিটারের এ পৌরসভায় বর্তমান ২৭টি মহল্লায় ২৮০৮৩ জন পুরুষ, ২৫২৩৮ জন নারী জনসংখ্যা রয়েছে। প্রতিষ্ঠার পর এর আগে তিনবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়