শিরোনাম
◈ সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ ◈ 'চতুর্দিকে মৃত্যুফাঁদ, এই শহরে কাকে কখন কিভাবে মরতে হবে কেউ জানে না' ◈ ফিফা টুর্নামেন্টে আন্তর্জাতিক পর্যায়ে ফিরেছে আফগান নারী ফুটবল ◈ ন‌ভেম্বর থে‌কে চার কোটি মানুষের খাদ্য সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র ◈ আইসিইউ-তে রাখা হয়েছে ক্রিকেটার শ্রেয়স আয়ারকে, চোটের জায়গা থেকে হ‌চ্ছে রক্তক্ষরণ  ◈ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঘোষণা: নভেম্বরেই শুরু হচ্ছে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ◈ ঢাকায় পাকিস্তানি নারীকে স্বামী-শাশুড়ির নির্যাতন, উদ্ধার করল পুলিশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি ◈ টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই জাকের ◈ বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নেবে জাপান: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ২০ সেপ্টেম্বর ভাঙ্গা পৌরসভার নির্বাচন

সনতচক্রবর্ত্তী : [২] এর আগে দুই দফা নির্বাচন স্থগিত হয়।শুক্রবার(১০ সেপ্টেম্বর) থেকে ফের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ ওয়ার্ডে ১০ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

[৩] নির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ২৫ জন প্রার্থী এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়েছেন। বাকী ২১ জনের পূর্বে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে।

[৪] ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা মহামারির কারণে এ নির্বাচন দুই দফা পিছিয়ে ছিলো। আগামী ২০ সেপ্টেম্বর ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ৯টি ওয়ার্ডের ১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

[৫] মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এ এফ এমডি রেজা (নৌকা প্রতীক), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (হাত পাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সী (নারিকেল গাছ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

[৬] সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৫ জন, ৪নং ওয়ার্ডে ১০ জন, ৫নং ওয়ার্ডে ২ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়াের্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ২ জন, ৯নং ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১৮ মার্চ ছিল এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

[৭] এ নির্বাচনে মোট ভোটার ২৬,৮৮২। এর মধ্যে পুরুষ ভোটার ১৩৪৩৫, নারী ভোটার ১৩৪৪৬ ও তৃতীয় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম।

[৮] উল্লেখ্য, ১৯৯৭ সালের ১ মার্চ ভাঙ্গা, হামিরদী, আলগী ইউনিয়নের অংশবিশেষ নিয়ে ভাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৮.৫ বর্গ কিলোমিটারের এ পৌরসভায় বর্তমান ২৭টি মহল্লায় ২৮০৮৩ জন পুরুষ, ২৫২৩৮ জন নারী জনসংখ্যা রয়েছে। প্রতিষ্ঠার পর এর আগে তিনবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়