শিরোনাম
◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু, আটক স্বামী

মাসুম বিল্লাহ: [২] নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে জোসনা আক্তার(২৭) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ) রাত ১০টার দিকে স্বামীর বাড়ি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এরপর শুক্রবার (১০ সেপ্টেম্বর)  বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জোসনা আক্তার ওই গ্রামের আনিস মিয়ার স্ত্রী। তিনি ২ ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

[৩] স্থানীয়  ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত  তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) রাতে গৃহবধূ জোসনা আক্তার পারিবারিক কলহে অতিষ্ঠ হয়ে  বাড়িতে গাছের জন্য রাখা  বিষপান করে। তারপর পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে মুমূর্ষ অবস্থায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার(১০ আগষ্ট) বিকেলে তার মৃত্যু হয়।

[৪] দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জোসনা  আক্তারের স্বামী আনিস মিয়াকে আটক করা হয়েছে।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়