শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ার লুয়াইউনি-হলিছড়া চা বাগান মাঠকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার প্রস্তাব

স্বপন দেব; [২] মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত “উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ” শীর্ষক প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেছেন জেলা প্রশাসন।

[৩] জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বৃহস্পতিবার লুয়াইউনি-হলিছড়া চা বাগান মাঠকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে যাছাই বাছাই কাজ শেষ হয়েছে। স্থানটি আধুনিক সুবিধা সম্বলিত ও যোগাযোগ সুবিধা সম্বলিত হওয়ায় মাঠের জন্য গুরুত্ব দেয়া হয়েছে।

[৪] এ সময় উপস্থিত ছিলেন- জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, রেভিনিউ ডেপুটি কালেক্টর অর্নব মালাকার, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

[৫] লুয়াইউনি-হলিছড়া চা বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে ব্রাক্ষণবাজার ইউনিয়নের জালালাবাদ মৌজার ১৬২৮ নং খতিয়ানের ৪২২/৫০১ নং দাগের ৩.০০ একর ভূমি রেকর্ডিয় শ্রেণি খেলার মাঠ এবং ১৬৩১ নং খতিয়ানের ৪২২/৫০১ নং দাগের ০.৬০ একর ভূমি রেকর্ডিয় শ্রেণি খেলার মাঠ সর্বমোট ৩.৬০ একর ভূমিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য উপজেলা প্রশাসন জেলা প্রশাসক বরাবর প্রস্তাব প্রেরণ করা হয়েছে। স্থানীয়ভাবে উক্ত জায়গাটি মানিক বাবুর খেলার মাঠ নামে পরিচিত যা লুয়াইউনি-হলিছড়া চা বাগানের লিজভূক্ত ভূমি।

[৬] এখানে ষ্টেডিয়াম নির্মাণ করা হলে উপজেলার খেলোয়াড়দের বছরব্যাপী খেলাধুলা করার সুযোগ সৃষ্টি হবে। যার মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরি হবে যারা ভবিষ্যতে দেশের জন্য সম্মান বয়ে আনবে এই ষ্টেডিয়াম। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়