রুমা মোদক: আমাদের নীতিনির্ধারকদের বিবেচনা বোধ দেখে অক্ষম ক্ষোভে আমার চিৎকার করতে ইচ্ছে করে। গত দেড়টা বছর ধরে আমাদের বাচ্চারা ঘরবন্দী দুঃসহ সময় পার করেছে। ভীতিকর,আতঙ্কময় সময়। অনেক পরিবার দেশে বিদেশে স্বজন হারিয়েছে। শতবছরের মহামারীতে তারা যে মানসিক অবরুদ্ধতার মধ্যে দিয়ে গিয়েছে, স্কুল নেই, অ্যাসাইনমেন্ট নামক এক বিদঘুটে পদ্ধতির তাড়া, খেলা নেই, বন্ধু নেই... কী দুঃসহ সময় পাড়ি দিয়েছে তারা, নিজের শৈশব কৈশোরের সাথে একটিবার তুলনা করে দেখুন। এই ট্রমা থেকে এদের বের করে নিয়ে আসার জন্য দরকার ছিলো বিশেষ বিশেষ পদক্ষেপ।
তার কিছুই তো করা হয়নি। উপরন্তু শুনতে পাচ্ছি পিএসসি, জেএসসি সব পরীক্ষা গ্রহণ করার অর্বাচীন একটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ওপর। রক্ষে করুন। একটি সিদ্ধান্ত কেবল সিদ্ধান্ত নয়, এর সাথে জড়িত লাখ লাখ কোমলমতি শিশু। এবার তাদের ওপর শুরু হবে আমাদের উচ্চাকাক্সক্ষী, অবিবেচক অভিভাবকের দলের অত্যাচার। কোচিংমুখী দৌড় আর অমানবিক প্রত্যাশার চাপ। যার নাম ‘জিপিএ ফাইভ’। দোহাই লাগে আমাদের শিশুদের মুক্তি দিন। শিক্ষার জন্য পরীক্ষা সবচেয়ে অকার্যকর এবং অযৌক্তিক একটি প্রক্রিয়া। ফেসবুক থেকে