শিরোনাম
◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও)

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একমাত্র মৃত্যুই আমাকে ক্ষমতা থেকে সরাতে পারে, বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসানারো

লিহান লিমা: [২]স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেয়া ভাষণে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসানারো বলেছেন, একমাত্র মারা গেলেই আমি ক্ষমতা ছাড়বো। অন্যথায় আমি বিজয়ীর বেশেই বেরিয়ে আসবো। ক্ষমতা পাকাপোক্ত করতে সংবিধানে সংস্কার আনার বোলসানারোর প্রচেষ্টাকে বাধা দিচ্ছে সুপ্রিমকোর্টে ও পার্লামেন্টে। রাজনৈতিকভাবে দুর্বল দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট বোলসানারো দেশটির সুপ্রিমকোর্ট, নির্বাচন কমিশন ও পার্লামেন্টে বিরোধীদের সঙ্গে রীতিমতো যুদ্ধে নেমেছেন। আল জাজিরা

[৩] স্বাধীনতা দিবসে সাও পাওলো, ব্রাসিলিয়া ও রিও ডি জেনেরিওয়ের মতো বড় শহরগুলোতে বোলসানারোর বিরুদ্ধে বিক্ষোভ হয়। এর মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে বোলসানারো সমর্থকরাও বিক্ষোভ করেন, এসব বিক্ষোভে ছিলেন প্রায় ২০ লাখ। বোলসানারো নিজে এক সমাবেশে যোগ দিয়ে বলেন, ‘আজ থেকে ব্রাজিলে নতুন ইতিহাস রচিত হবে। ইলেক্টোরাল ট্রাইব্যুনালের অধীনে করা নির্বাচনে আমি অংশ নেবো না।’ বোলসানারো সমর্থকদের ঠেকাতে ব্রাসিলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সুপ্রিমকোর্ট ও কংগ্রেসের বাহিরে কড়া পাহারা বসানো হয়।

[৪] সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুয়ো খবর ছড়ানো ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষুণ্ন করার প্রচেষ্টার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। মহামারী মোকাবেলায় ব্যর্থতার কারণে সিনেটেও তদন্তের মুখে রয়েছেন বোলসানারো।

[৫] মঙ্গলবার রাজধানী ব্রাসিলিয়ায় দেয়া ভাষণে তিনি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি লুইজ ফক্সকে তাকে ক্ষমতা থেকে সরানোর যে কোনো প্রাতিষ্ঠানিক বা বিচার বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে সরাসরি হুমকি দেন। সুপ্রিমকোর্টের আরেক বিচারপতি আলেকজান্দ্রে ডি এর সাম্প্রতিক রায়গুলোকে উল্লেখ করে বোলসানারো বলেন, হয় ক্ষমতার প্রধান (বিচার বিভাগ) তার (ন্যায়বিচার) এ প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন, নয়তো তাকে অপ্রত্যাশিত পরিণতি ভুগতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়