শিরোনাম
◈ সহিংসতার ঢেউয়ে কেঁপে ওঠা বাংলাদেশের সামনে নতুন পথ রচনার সুযোগ  ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা বহাল ◈ ইং‌লিশ লি‌গে অ‌নেক ক‌ষ্টে জিত‌লো আর্সেনাল ◈ ঢাকার উদ্বেগ: বাংলাদেশে ‘ভারতবিরোধী স্রোত’, দিল্লির গভীর উদ্বেগ ফেব্রুয়ারির নির্বাচন কি সহিংসতায় ব্যাহত হবে? ◈ ১০ জনের সেভিয়ার বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের জয়, রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে ◈ হালান্ডের কীর্তির দিনে ও‌য়েস্ট হ‌্যা‌মের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির জয় ◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩২ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় ৩ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

আশরাফুল নয়ন: [২] নওগাঁ সদরে তিন বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আনার আলী মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করে। আটক আনার আলী মন্ডল সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা স্কুল পাড়ার মৃত সোলায়মান আলীর ছেলে।

[৩] ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির পাশে শিশুটি তার সহপাঠিদের সঙ্গে খেলা করছিল। বিকেলে ৫টার দিকে শিশুটির মা গ্রামের মোড়ের দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যান। আর এ সুযোগে প্রতিবেশি আনার আলী মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ফুসলিয়ে বাড়ি ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে শিশুটির মা সোমবার সকালে নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর বেলা ১১টার দিকে আনার আলী মন্ডলকে আটক করে থানায় নেওয়া হয়।

[৪] শিশুটির মা অভিযোগ করে বলেন, মেয়ে বাড়িতে আসার পর অনেকটা দূর্বল মনে হচ্ছিল। এছাড়া প্রস্রাব করতে গিয়ে প্রচন্ড ব্যথ্যা অনুভব করায় কান্নাকাটি করছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় জিজ্ঞেস করা হলে আনার আলী তাকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে বাড়ি নিয়ে কাপড় খুলে ব্যথা দিছে বলে জানায়।

[৫] নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছে। মামলার পর বিকেল সাড়ে ৩টায় আসামী আনার আলী মন্ডলকে জেলহাজতে পাঠানো হয়। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়