শিরোনাম
◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ ◈ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল ◈ জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহমান ◈ প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তিন অভিযোগে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল ◈ অন্তর্বর্তী সরকা‌রের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার ◈ মা আমাকে জিন মারেনি, পাশের লোকেরাই আমাকে ধর্ষণ করে হত্যা করেছে: রেহেনা বেগমের অভিযোগ ◈ মিনিয়াপোলিসে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানো বাংলাদেশি বংশোদ্ভূত কে এই আলিয়া রহমান?(ভিডিও) ◈ বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ◈ আইসিসিকে এবার নতুন যে প্রস্তাব দিল বাংলাদেশ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩২ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় ৩ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

আশরাফুল নয়ন: [২] নওগাঁ সদরে তিন বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আনার আলী মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করে। আটক আনার আলী মন্ডল সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা স্কুল পাড়ার মৃত সোলায়মান আলীর ছেলে।

[৩] ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির পাশে শিশুটি তার সহপাঠিদের সঙ্গে খেলা করছিল। বিকেলে ৫টার দিকে শিশুটির মা গ্রামের মোড়ের দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যান। আর এ সুযোগে প্রতিবেশি আনার আলী মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ফুসলিয়ে বাড়ি ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে শিশুটির মা সোমবার সকালে নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর বেলা ১১টার দিকে আনার আলী মন্ডলকে আটক করে থানায় নেওয়া হয়।

[৪] শিশুটির মা অভিযোগ করে বলেন, মেয়ে বাড়িতে আসার পর অনেকটা দূর্বল মনে হচ্ছিল। এছাড়া প্রস্রাব করতে গিয়ে প্রচন্ড ব্যথ্যা অনুভব করায় কান্নাকাটি করছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় জিজ্ঞেস করা হলে আনার আলী তাকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে বাড়ি নিয়ে কাপড় খুলে ব্যথা দিছে বলে জানায়।

[৫] নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছে। মামলার পর বিকেল সাড়ে ৩টায় আসামী আনার আলী মন্ডলকে জেলহাজতে পাঠানো হয়। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়