শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩০ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গভীর জঙ্গলে হারিয়ে যাওয়ার তিন দিন পর অ্যান্থনি এজেকে খুঁজে পেলো পুলিশ

ওয়ালিউল্লাহ সিরাজ:[২] পুলিশ জানায়, তিন দিনের অনুসন্ধানের পর অ্যান্থনি এজেকে খুঁজে পাওয়া গেছে। সে বেঁচে আছে ও ভালো আছে। তবে তার সুস্থ্যতার বিষয়টি নিশ্চিত করার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এবিসি নিউজ

[৩] তিন বছর বয়সী অ্যান্থনি এজে তিন দিন আগে গ্রামীণ নিউ সাউথ ওয়েলসে হারিয়ে যায়। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায়। জঙ্গলের ভীতরে উঁচ জলাভূমির একটি গলিতে আশ্রয় নেয় এজে। সেখান থেকেই পুলিশ ও অনুসন্ধানি দল তাকে উদ্ধার করে।

[৪] এজের বাবা অ্যান্টনি বলেন, ছেলে হারিয়ে গিয়েছিলো আমরা তাকে পেয়ে অনেক আনন্দিত। এই কয়টা দিন আমরা অনেক উৎকষ্ঠার মাঝে কাটিয়েছি। অবশ্য ছেলে তার কথা বিবেচনা করে খুব ভালো স্থানেই আশ্রয় নিয়েছিলো। তার খুব বেশি ক্ষতি হয়নি। তবে এজেকে পিঁপড়া কামড় দিয়েছে। যা হোক, এখনো সে বেঁচে আছে সেটাই সব চেয়ে বড় প্রাপ্তি।

[৫] এজের দাদি পুলিশ ও স্বেচ্ছাসেবকদের অনেক প্রশংসা করেছেন। তিনি বলেন, পুলিশ আমাকে ফোন করে বলেন, আমরা এজেকে খুঁজে পেয়েছি। সে জীবিত ও ভালো আছে।

[৬] এজের চাচা অ্যান্থনি বলেন, আমার এখন শুধু একটাই ইচ্ছা তাকে একটু জড়িয়ে ধরবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়