শিরোনাম
◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্ককে আরও সুন্দর করে তুলছেন রোদ বালিকা ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নিঃসন্দেহে কোটি হৃদয়ের রানী, কিন্তু তার হৃদয়টি কার? তবে, কোনো পুরুষ নয় বরং একটি দেশ তার হৃদয় জয় করে নিয়েছে। এক থা টাইগার সিরিজের সর্বশেষ ছবি টাইগার থ্রি-এর শুটিংয়ে তুরস্কে গিয়ে এই অভিনেত্রী দেশটির প্রেমে পড়েছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে এই প্রেমে পড়ার বিষয়টি স্পষ্ট করেছেন তিনি।

ছবিতে তাকে একটি সুন্দর পুষ্পশোভিত পোষাক পরা অবস্থায় এবং মুখে একটি সুন্দর হাসি দিয়ে মিষ্টি রোদ গায়ে মাখিয়ে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “তুরস্ক তুমি আমার হৃদয় জয় করে নিয়েছ”। ছবিতে তাকে কতটা সুন্দর দেখাচ্ছে তা নিয়ে তার ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে।

সম্প্রতি, এই অভিনেত্রী এবং তার সহ-অভিনেতা সালমান খান তুর্কি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মেহমেত নুরি এরসয়ের সাথে দেখা করার পর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নুরি এরসয় তাদের আমন্ত্রণ করেছিলেন। সেই বৈঠকের কিছু ছবি তুর্কী মন্ত্রী তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

তুর্কি ভাষায় লেখা পোস্টে, মেহমেত নুরি এরসয় বলেছেন যে, তুরস্ক আন্তর্জাতিক তারকা এবং চলচ্চিত্র প্রকল্পগকে স্বাগত জানানো ও আতিথ্য প্রদান অব্যাহত রাখবে। ছবিগুলোতে মেহমেত নুরি এরসয় এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ক্যাটরিনা কাইফ ও সালমান খান রয়েছেন। একটি ছবিতে দেখা যায় মেহমেত নুরি এরসয়ের সঙ্গে সালমান খান হাত মেলানোর সময় ক্যাটরিনা কাইফ হাসিমুখে দেখছেন।

এর আগেও অনেকবার বিদেশে শুটিং করতে গিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে ছবি তুলে তা শেয়ার করেছেন ক্যাটরিনা। সম্প্রতি রাশিয়ার একটি পার্কে বিশ্রাম নেওয়ার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছিলেন, “পার্কে একটি দিন”।

এরপর দেশে এসে আরেকটি পোস্টে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে সেন্ট পিটার্সবার্গের রাস্তায় ঘুরতে দেখা গেছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “পৃথিবীতে এবং বাইরে”। টাইগার ৩ ছাড়াও ক্যাটরিনা কাইফকে সূর্যবংশী, ফোন ভূত এবং জি লে জারাতেও দেখা যাবে। তাকে সর্বশেষ সালমান খানের সঙ্গে ভারত ছবিতে দেখা গিয়েছিল। নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়