শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪০ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হয়ে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের জার্সিতে প্রথম ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটে অষ্টম ক্রিকেটার হিসেবে একশতম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন এই টাইগার অল-রাউন্ডার। যেখানে দুইয়ে থাকা মুশফিক খেলেছেন ৮৮ ম্যাচ।

মাহমুদউল্লাহ সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন দলকে। এই ফরম্যাটে এখন পর্যন্ত দেশের সফল অধিনায়কও তিনি। ২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১২টিতে জয় পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে পেছনে ফেলেন ১০ ম্যাচে জয় পাওয়া অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে।

কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটা মাহমুদউল্লাহ রিয়াদের শততম ম্যাচ। তাই স্বাভাবিক ভাবেই এই ম্যাচটা স্মরণীয় করে আখতে চাইবেন তিনি। তবে রিয়াদ বলছেন আলাদা কোনও পরিকল্পনা নেই।

“আলাদা কোনো পরিকল্পনা নেই। সবসময় যেটা করার চেষ্টা করি, দলের জন্য খেলা, দলের জন্য ভালো খেলা, নিজের ১০০তম ম্যাচ সেটাই করার চেষ্টা করব।”

৯৯ ম্যাচে ৯১ ইনিংস ব্যাট করে ২৩.৯৭ গড়ে মাহমুদউল্লাহ করেছেন ১ হাজার ৭০২ রান। এই ফরম্যাটে অর্ধশত রানের ইনিংস খেলেছেন ৫টি। সর্বোচ্চ ৬৪* রানের ইনিংস রয়েছে তার।

৯৯তম ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। কিউইদের হারাতে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। শেষ দিকে ৩২ বলে খেলেছেন ৩৭ রানের ইনিংস। এছাড়া ১ ওভার হাতও ঘুরিয়েছেন। নিজে ম্যাচ সেরা হলেও কৃতিত্বটা দিয়েছেন বোলারদের।

“বোলাররা খুবই ভালো বোলিং করেছে। এই উইকেটে ১৪০ রান বাঁচিয়ে ম্যাচ জেতানোর জন্য তাদের কৃতিত্ব দিতে হয়। নতুন বলে এই উইকেটে ব্যাটিং করা অনেক কঠিন। বোলারদেরও এমন রান বাঁচিয়ে ম্যাচ বের করতে হতে পারে। যেটা আজ মোস্তাফিজ খুব ভালোভাবে করেছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়