শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৯ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুমুল যুদ্ধের পর পাঞ্জশির দখলে নেয়ার দাবি করেছে তালিবান

সালেহ্ বিপ্লব: [২] তবে পাঞ্জশির দখল করে রাখা নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদের বাহিনী বলছে, তালিবানের দাবি সঠিক নয়। তারাই বরং তালিবানকে হটিয়ে দিয়েছে। বিবিসি, রয়টার্স

[৩] পাঞ্জশির উপত্যকা আফগানিস্তানের অজেয় দুর্গ হিসেবে পরিচিত।  আফগানিস্তানের প্রয়াত জাতীয় বীর আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ এই উপত্যকা নিয়ন্ত্রণে রেখেছেন অনেকদিন ধরেই। তালিবান দেশের ক্ষমতা গ্রহণের পর পাঞ্জশির  উপত্যকার  চারদিকে অবস্থান নেয় হাজারো তালিবান যোদ্ধা। কিন্তু মাসুদ বাহিনী আগেই বলে দিয়েছে, তারা জীবনপণ লড়াই করে হলেও এই উপত্যকা রক্ষা করবে।

[৪] আর মাসুদ স্পষ্টই বলেছেন, তিনি আত্মসমর্পণ করবেন না। লড়াই চলবে।

[৫] পাঞ্জশির আফগানিস্তানের সবচেয়ে ছোট প্রদেশগুলোর মধ্যে অন্যতম। একমাত্র এই প্রদেশটি এখন পর্যন্ত তালিবান নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

[৬] আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে বড়ো ধরনের লড়াই চলছে। বেশ কয়েকশ যোদ্ধা প্রাণ হারিয়েছে, তবে সঠিক সংখ্যা সম্পর্কে স্পষ্ট ধারণা কেউই দিতে পারেনি।

[৭] বিবিসিকে পাঠানো এক ভিডিও বার্তায় আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট  আমরুল্লাহ সালেহ্ বলেছেন, তালিবানদের পাঞ্জশির দখলের দাবি সঠিক নয়। তবে পরিস্থিতি খুবই কঠিন, দু’পক্ষেই অনেক হতাহত হয়েছে। তবে আমরা আত্মসমর্পন করবো না। আমরা লড়ছি আফগানিস্তানের পক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়