সালেহ্ বিপ্লব: [২] তবে পাঞ্জশির দখল করে রাখা নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদের বাহিনী বলছে, তালিবানের দাবি সঠিক নয়। তারাই বরং তালিবানকে হটিয়ে দিয়েছে। বিবিসি, রয়টার্স
[৩] পাঞ্জশির উপত্যকা আফগানিস্তানের অজেয় দুর্গ হিসেবে পরিচিত। আফগানিস্তানের প্রয়াত জাতীয় বীর আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ এই উপত্যকা নিয়ন্ত্রণে রেখেছেন অনেকদিন ধরেই। তালিবান দেশের ক্ষমতা গ্রহণের পর পাঞ্জশির উপত্যকার চারদিকে অবস্থান নেয় হাজারো তালিবান যোদ্ধা। কিন্তু মাসুদ বাহিনী আগেই বলে দিয়েছে, তারা জীবনপণ লড়াই করে হলেও এই উপত্যকা রক্ষা করবে।
[৪] আর মাসুদ স্পষ্টই বলেছেন, তিনি আত্মসমর্পণ করবেন না। লড়াই চলবে।
[৫] পাঞ্জশির আফগানিস্তানের সবচেয়ে ছোট প্রদেশগুলোর মধ্যে অন্যতম। একমাত্র এই প্রদেশটি এখন পর্যন্ত তালিবান নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
[৬] আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে বড়ো ধরনের লড়াই চলছে। বেশ কয়েকশ যোদ্ধা প্রাণ হারিয়েছে, তবে সঠিক সংখ্যা সম্পর্কে স্পষ্ট ধারণা কেউই দিতে পারেনি।
[৭] বিবিসিকে পাঠানো এক ভিডিও বার্তায় আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ্ বলেছেন, তালিবানদের পাঞ্জশির দখলের দাবি সঠিক নয়। তবে পরিস্থিতি খুবই কঠিন, দু’পক্ষেই অনেক হতাহত হয়েছে। তবে আমরা আত্মসমর্পন করবো না। আমরা লড়ছি আফগানিস্তানের পক্ষে।