খালিদ খলিল: ১৮৮৬ সালে কোকাকোলা উদ্ভাবন করেন যুক্তরাষ্ট্রের আটলান্টার ফার্মাসিস্ট জন পেমবারডন। তবে সমানভাবে উচ্চারণ হবে তার সহযোগী ফ্রাংক এম রবিনসনের নামও। পেমবারডন ঘন ধূসর এই তরলের নাম দেন কোকাকোলা। কারণ এটি তৈরি করা হয় কোলা বিন থেকে। ১৮৮৮ সালে রবিনসনের মৃত্যুর আগে আটলান্টার ব্যবসায়ী এএসএজি ক্যান্ডলারের কাছে কোকাকোলার ফর্মুলা বিক্রি করে দেন ড. পেমবারডন।