সালেহ্ বিপ্লব: [২] ৬০১ ঢাকাগামী বিএফসিটি কন্টেইনার ট্রেনের একটি বগি বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ভৈরব - দৌলতকান্দি সেকশনে লাইনচ্যুত হয়।
[৩] ঢাকামুখী লাইনে দুর্ঘটনা ঘটায় শুধুমাত্র চট্টগ্রামমুখী রেল চলাচল ছিলো।
[৪] আখাউড়া থেকে রিলিফ ট্রেন গিয়ে রাত বারোটার দিকে উদ্ধার কাজ শুরু করে। ভোর ৫টার দিকে ফাকা-চট্টগ্রাম রেলযোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়।