শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৮ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২নং সংসদ সদস্য ভবনের সংস্কারোত্তর উদ্বোধন করলেন স্পিকার

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে মহান জাতীয় সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে। সংসদের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। লাইব্রেরীর আমূল উন্নয়নের পাশাপাশি জাতির পিতার ১২৮টি ভাষণের অডিও ও ভিডিও ভার্সন সংরক্ষিত ও সংকলিত হয়েছে।

[৩] তিনি বলেন, পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সংস্কার করা হয়েছে এবং সেখানে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। আরো সুযোগ-সুবিধা সম্প্রসারিত করার প্রচেষ্টা অব্যাহত আছে। অত্যন্ত পরিকল্পিত ও পরিচ্ছন্নভাবে সংসদ মেডিকেল সেন্টারকে সংস্কার করা হচ্ছে। করোনা মহামারির কারণে কিছুটা ব্যাহত হলেও সদস্য ভবনগুলো অতি দ্রুততার সঙ্গে সংস্কার হবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

[৪] রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ ২নং সংসদ সদস্য ভবনের সংস্কারোত্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার এসব কথা বলেন। এসময় স্পিকার ২নং সংসদ সদস্য ভবনের উদ্বোধন করেন।

[৫] স্পিকার বলেন, শত ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। এ বিষয়ে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে থাকেন। সংসদ সংক্রান্ত যে কোনো বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা সহজেই পেয়ে থাকি। এসময় সদস্য ভবনগুলোতে অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে এবং সুন্দর পরিবেশ নিশ্চিতকরণে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান স্পিকার।

[৬] সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে এবং উপপরিচালক সামিয়া রুবাইয়াত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২নং সংসদ সদস্য ভবনে বসবাসকারী সাংসদগণ উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়