শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা 

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নেগেটিভ ফিন অ্যালেন, খেলবেন সিরিজের বাকি অংশে: গ্লেন পকনাল

মাহিন সরকার: [২] বাংলাদেশে এসে করোনা পজিটিভ শনাক্ত হওয়া কিউই ক্রিকেটার ফিন অ্যালেন অবশেষে করোনা মুক্ত হয়েছেন। ফলে দলের সাথে যোগ দিয়ে সিরিজের বাকি অংশে খেলতে বাধা নেই তার।

[৩] অ্যালেনের করোনামুক্তির বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ডের কোচ গ্লেন পকনাল বলেন, হ্যাঁ, সে পরপর দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছে। এটা আমাদের জন্য দারুণ খবর। আমাদের দলের গুরুত্বপূর্ণ এক অংশ সে।

[৪] অ্যালেন সুস্থ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে পকনাল আরও বলেন, আমরা তাকে দলে ফিরে পেতে মুখিয়ে আছি। আশা করছি যত দ্রুত সম্ভব তাকে পাব। এখন শুধু কয়েকটি শারীরিক পরীক্ষা করাতে হবে।

[৫] যদিও শারীরিক ধকল সামলানো অ্যালেন দ্বিতীয় ম্যাচে খেলবেন কি না তা নিশ্চিত নয়। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচের পর সিরিজের বাকি তিন ম্যাচ মাঠে গড়াবে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিসিবি

[৬] ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে গত ২০ সেপ্টেম্বর সরাসরি বাংলাদেশে আসেন অ্যালেন। বাংলাদেশের আসার ৪৮ ঘণ্টা পর করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। যদিও অ্যালেনের সাথে আসা কলিন ডি গ্র্যান্ডহোম করোনা নেগেটিভ ছিলেন।

[৭] অ্যালেন করোনা পজিটিভ হওয়ার পর তাকে আইসোলেশনে পাঠানো হয়। বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে চলে তার চিকিৎসা। ব্যাটসম্যান হলেও তার বদলি হিসেবে ডাকা হয় পেসার ম্যাট হেনরিকে। অ্যালেন সুস্থ হয়ে উঠলেও হেনরি ও তিনি দুইজনই থাকবেন স্কোয়াডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়