শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ: বুধবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগী বৃদ্ধার নাতী বলেন, ‘বাড়িতে বাইরে দিকের একটি ঘরে থাকতেন আমার নানি। তিনি সকাল থেকেই কান্নাকাটি করছিলেন। প্রতিবেশী সুনীল হেমব্রত (৫০) তাকে ধর্ষণ করেছে বলে তিনি জানান। পরে আমরা পুলিশের কাছে যাই। ’ খবর বাংলা নিউজ, কালের কণ্ঠ

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী বৃদ্ধার স্বজনেরা থানায় এসেছেন। তার মেয়ে লিখিত অভিযোগ করেছেন। আমরা অভিযোগ নিয়েছি। ভুক্তভোগীর রক্তপাত হচ্ছিল। এজন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত সুনীল আমাদের পর্যবেক্ষণে আছে। আমরা অভিযোগটি খতিয়ে দেখছি। নির্যাতনের ডাক্তারি রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ’

রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ইনচার্জ ডা. মনিরা জানান, ভুক্তভোগী বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়েছে। মেডিক্যাল চেকআপের জন্য তাকে আউটডোরে পাঠানো হয়েছে। ওই বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা শেষে এ ব্যাপারে শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়