শিরোনাম
◈ ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ ◈ ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস ◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি!

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ: বুধবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগী বৃদ্ধার নাতী বলেন, ‘বাড়িতে বাইরে দিকের একটি ঘরে থাকতেন আমার নানি। তিনি সকাল থেকেই কান্নাকাটি করছিলেন। প্রতিবেশী সুনীল হেমব্রত (৫০) তাকে ধর্ষণ করেছে বলে তিনি জানান। পরে আমরা পুলিশের কাছে যাই। ’ খবর বাংলা নিউজ, কালের কণ্ঠ

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী বৃদ্ধার স্বজনেরা থানায় এসেছেন। তার মেয়ে লিখিত অভিযোগ করেছেন। আমরা অভিযোগ নিয়েছি। ভুক্তভোগীর রক্তপাত হচ্ছিল। এজন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত সুনীল আমাদের পর্যবেক্ষণে আছে। আমরা অভিযোগটি খতিয়ে দেখছি। নির্যাতনের ডাক্তারি রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ’

রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ইনচার্জ ডা. মনিরা জানান, ভুক্তভোগী বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়েছে। মেডিক্যাল চেকআপের জন্য তাকে আউটডোরে পাঠানো হয়েছে। ওই বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা শেষে এ ব্যাপারে শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়