শিরোনাম
◈ বাসায় ফিরেছেন তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ ◈ পে স্কেল নিয়ে নতুন কর্মসূচির পথে সরকারি কর্মচারীরা ◈ ১৬ মিনিটের সম্পূর্ণ বক্তব্যে যা বললেন তারেক রহমান (ভিডিও) ◈ এবার ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ◈ অসুস্থ মাকে দেখে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিবাচক দেখছে জামায়াত, নজর থাকবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনায়: জামায়াত আমির ◈ জাতীয় নির্বাচন: বিএনপির সঙ্গে পর্দার আড়ালে ছোটদলগুলোর আলোচনা ◈ অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান ◈ লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, কারা অধিদপ্তরের সতর্কবার্তা ◈ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারো বছরে একবার ফোটে এই ফুল

ডেস্ক নিউজ: বেগুনি রঙের নীলকুরিঞ্জি একটি বিরল প্রজাতির ফুল হিসাবে পরিচিত। গত সপ্তাহ থেকে কর্ণাটকের মণ্ডলপট্টি ও কোটেবেট্টা পাহাড় ভরে উঠেছে নীলকুরিঞ্জিতে। পর্যটকদের আলাদা আগ্রহও রয়েছে এই ফুল নিয়ে।

মণ্ডলপট্টি ও কোটেবেট্টা পাহাড়ের গায়ে গায়ে জড়িয়ে থাকা বেগুনি রঙের নীলকুরিঞ্জির শোভা দেখতে পর্যটকরা কর্ণাটকের কোদাগু জেলায়। কোদাগু বন কর্মকর্তারা জানান, করোনাকালীন লকডাউনের কারণে যারা চলে গিয়েছিল তারা এই অপরূপ শোভাময় ফুলগুলো দেখতে আবারও কোদাগুতে আসছেন, ভিড় জমাচ্ছেন।

উপ-বন সংরক্ষক এ টি পুভাইয়া জানান, পশ্চিম মণ্ডলপট্টি পাহাড় এমনিতেই তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখন এটি আরও বেশি মুখরিত হয়ে উঠেছে নীলকুরিঞ্জির জন্য। সাধারণত পাহাড়ের কিছু কিছু অংশে নীলকুরিঞ্জি দেখা যায়, এবারই প্রথম পুরো পাহাড়জুড়ে এই ফুল ফুটেছে।

তিনি আরও জানান, স্থানীয়ভাবে কুরিঞ্জি নামে পরিচিত এই ফুলটি ১৩০০ থেকে ২৪০০ মিটার উচ্চতায় জন্মায়। সাধারণত গুল্মজাতিয় এ ধরনের উদ্ভিদগুলো ৬০ থেকে ৩০ সেন্টিমিটারের মধ্যে জন্মে থাকে।

বেঙ্গালুরু-ভিত্তিক হেলি-ট্যাক্সি ফার্ম থাম্বি অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড এখানে পর্যটকদের আনা- নেওয়া করছে। সংস্থাটির পরিচালক গোবিন্দ নায়ার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, বেঙ্গালুরুর ইলাহঙ্কা বিমান বন্দর থেকে কোদাগু জেলায় নীলকুরিঞ্জি ফুল দেখার জন্য তারা কয়েকটি ভ্রমণ প্যাকেজ চালু করা করেছেন। দেশ রুপান্তর অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়