শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারো বছরে একবার ফোটে এই ফুল

ডেস্ক নিউজ: বেগুনি রঙের নীলকুরিঞ্জি একটি বিরল প্রজাতির ফুল হিসাবে পরিচিত। গত সপ্তাহ থেকে কর্ণাটকের মণ্ডলপট্টি ও কোটেবেট্টা পাহাড় ভরে উঠেছে নীলকুরিঞ্জিতে। পর্যটকদের আলাদা আগ্রহও রয়েছে এই ফুল নিয়ে।

মণ্ডলপট্টি ও কোটেবেট্টা পাহাড়ের গায়ে গায়ে জড়িয়ে থাকা বেগুনি রঙের নীলকুরিঞ্জির শোভা দেখতে পর্যটকরা কর্ণাটকের কোদাগু জেলায়। কোদাগু বন কর্মকর্তারা জানান, করোনাকালীন লকডাউনের কারণে যারা চলে গিয়েছিল তারা এই অপরূপ শোভাময় ফুলগুলো দেখতে আবারও কোদাগুতে আসছেন, ভিড় জমাচ্ছেন।

উপ-বন সংরক্ষক এ টি পুভাইয়া জানান, পশ্চিম মণ্ডলপট্টি পাহাড় এমনিতেই তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখন এটি আরও বেশি মুখরিত হয়ে উঠেছে নীলকুরিঞ্জির জন্য। সাধারণত পাহাড়ের কিছু কিছু অংশে নীলকুরিঞ্জি দেখা যায়, এবারই প্রথম পুরো পাহাড়জুড়ে এই ফুল ফুটেছে।

তিনি আরও জানান, স্থানীয়ভাবে কুরিঞ্জি নামে পরিচিত এই ফুলটি ১৩০০ থেকে ২৪০০ মিটার উচ্চতায় জন্মায়। সাধারণত গুল্মজাতিয় এ ধরনের উদ্ভিদগুলো ৬০ থেকে ৩০ সেন্টিমিটারের মধ্যে জন্মে থাকে।

বেঙ্গালুরু-ভিত্তিক হেলি-ট্যাক্সি ফার্ম থাম্বি অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড এখানে পর্যটকদের আনা- নেওয়া করছে। সংস্থাটির পরিচালক গোবিন্দ নায়ার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, বেঙ্গালুরুর ইলাহঙ্কা বিমান বন্দর থেকে কোদাগু জেলায় নীলকুরিঞ্জি ফুল দেখার জন্য তারা কয়েকটি ভ্রমণ প্যাকেজ চালু করা করেছেন। দেশ রুপান্তর অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়