রাকিবুল আবির: [২] ফিলিস্তিন কর্তৃপক্ষকে ৫০ কোটি শেকেল বা ১৫০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গত সোমবার ইসরায়েলের কর্মকর্তারা এতথ্য প্রকাশ করেছে। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস
[৩] পশ্চিম তীর ইসরায়েলের দখলে যাওয়ার জন্য দায়ী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক সাক্ষাৎকারে এতথ্য উঠে এসেছে।
[৪] ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ঋণ দেবে তারা। তবে ইসরায়েলের এই ঋণ ২০২২ সালের মধ্যে পরিশোধ করতে হবে।
[৫] ২০১৪ সালের পর এই প্রথম কোনো উচ্চপর্যায়ের বৈঠক হলো দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে। বৈঠকে দুই দেশের নিরাপত্তার বিষয়েও আলোচনা করা হয়।