শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেরামতের সময় স্মার্টফোন-ল্যাপটপ থেকে ছবি ও ভিডিও চুরি, হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ (ভিডিও)

সুজন কৈরী: [২] স্মার্টফোন, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি করে পর্নসাইটে বিক্রি করছে এক শ্রেণির মেরামতকারী। এরপর আপলোড লিঙ্ক ভুক্তভোগী ও তার পরিচিতজনের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে অর্থ।

[৩] সম্প্রতি বিদেশি দূতাবাসের এক নারী কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে একজন ইলেক্ট্রনিক ডিভাইস মেরামতকারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম চঞ্চল সাহা। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশ এসব তথ্য পায়।

[৪] সম্প্রতি হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে একটি ওয়েবসাইট লিঙ্ক পান বিদেশি দূতাবাসের ওই নারী কর্মকর্তা। লিংক খুলতেই আঁতকে ওঠেন তিনি। পর্নসাইটে কলগার্ল হিসেবে দেখতে পান নিজের ছবি ও মোবাইল নম্বর। পরিচিতজনের নম্বরেও জমতে থাকে নারী কর্মকর্তার ব্যক্তিগত ছবি ও ভিডিও। এরপর হঠাৎই অপরিচিত নম্বর থেকে দাবি করা হয় অর্থ।

[৫] ভুক্তভোগী নারী বলেন, একটা খারাপ ওয়েবসাইট তৈরি করে আমার ছবি এবং নাম্বার দিয়েছে অভিযুক্ত ওই মেরামতকারী। এছাড়া বাজে কিছু জিনিস লিখে আমার অফিসের লোকজন এবং আত্মীয় স্বজনদের সেগুলো পাঠিয়েছে। এগুলো নিয়ে আমি মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় আছি, আমি ঠিকমত কাজও করতে পারছি না। আমি নরমাল লাইফ লিড করতে পারছি না।

[৬] গোয়েন্দা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় অপরিচিত নম্বর থেকে লিংক পাঠানো ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। এরপর রাজধানীর কলাবাগানে ইলেক্ট্রনিক ডিভাইস মেরামতের একটি দোকানে অভিযান চালিয়ে চঞ্চল সাহা নামের অভিযুক্ত ওই মেরামতকারীকে। তার কাছে ল্যাপটপ ঠিক করতে দিয়েছিলেন বিদেশি দূতাবাসের ওই নারী কর্মকর্তা। এই সুযোগে ব্যক্তিগত ছবি, ভিডিও ও কন্টাক্ট লিস্ট থেকে ফোন নম্বর সরিয়ে রাখেন মেরামতকারী।

[৭] গোয়েন্দা পুলিশ বলছে, চুরি করা ছবি-ভিডিও বিভিন্ন পর্ণসাইটে বিক্রির পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিচিতজনের হোয়াটসঅ্যাপে আপলোড লিংক পাঠিয়ে টাকা দাবি করতেন চঞ্চল।

[৮] ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উপ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, অভিযুক্ত মেরামতকারী ডিভাইস থেকে ব্যক্তিগত ছবি, ভিডিও সংগ্রহ করে নামে-বেনামে হোয়াটসঅ্যাপ আইডি খুলে ডিভাইস থেকে কন্টাক্ট লিস্ট নিয়ে ভুক্তভোগীদের পরিচিতদের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করতেন। সাইবার অপরাধ থেকে রক্ষা পেতে স্মার্টফোন, ল্যাপটপের মতো ডিভাইসে স্পর্শকাতর কিছু না রাখার পরামর্শ দেন তিনি। সূত্র: ডিবিসি টিভি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়