শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১০:৫৬ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকশার বাইরের অংশ ভাঙতে তালিকা হচ্ছে, সেপ্টেম্বরে অভিযান: রাজউক চেয়ারম্যান

সুজিৎ নন্দী: [২] এ বি এম আমিনউল্লাহ নুরী আরও বলেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ভ্রাম্যমাণ আদালত ভবনের নিয়মবহির্ভূত অংশগুলো ভাঙার ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার দুই সিটিতে সাড়ে তিন হাজার ঝুঁকিপূর্ণ ও অবৈধ ভবন রয়েছে। আরো এক হাজার ভবন তদন্তাধীন।

[৩] শনিবার পুরান ঢাকার সূত্রাপুরের কলুটোলা এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে হেলেপড়া ছয়তলা ভবন ভাঙার কাজ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

[৪] রাজউক চেয়ারম্যান বলেন, দক্ষিণ সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে আমরা একটা প্রকল্প নিয়েছি। বাস্তবায়ন করতে পারলে তা একটা মডেল হবে। আমরা দ্রুতই কাজ শুরু করতে চাই। প্রথম কাজ হবে বিল্ডিং কোড অনুযায়ী ভবনের পাশের রাস্তাগুলো বড় করা।

[৫] তিনি বলেন, ঐতিহ্যবাহী ভবন রক্ষা করা হবে, যে ভবন রাখা যাবে না, তা ভেঙে দেওয়া হবে। এ লক্ষ্যে আমরা একটা প্রকল্প দাঁড় করিয়েছি।

[৬] রাজউক চেয়ারম্যান বলেন, ঢাকার নতুন ভবনও নকশার বাইরে করা হচ্ছে, এমন তথ্য পেয়েছি। গত দেড় বা প্রায় দুই বছর করোনা থাকায় ভ্রাম্যমাণ আদালত বের হয়নি। এখন ১৯টি টিম কাজ করছে।

[৭] তিনি বলেন, গত ১৫ দিনে এক কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। অবৈধ ভবন ভাঙার নির্দেশ দিয়েছি। সেপ্টেম্বরের মধ্যে এসব ভবন তারা নিজেরা না ভাঙলে, আমাদের নিজস্ব উদ্যোগে ভাঙা হবে। তবে খরচ দিতে হবে ভবন মালিকদের।

[৮] তিনি বলেন, শুক্রবার পর্যন্ত ১৭টি ভবন পরিদর্শন করেছি। এ কাজ অব্যাহত। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা কিন্তু শেষ নয়, অবৈধ ভবন ভাঙতে হবে। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়