কামাল শিশির: [২] কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
[৩] রবিবার (২৯ আগস্ট) বেলা আড়াইটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান ফ্যাক্টরী সংলগ্ন মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে নিহত ক্যাভার্ডভ্যান চালক মো. নান্নু (৫২) পটুয়াখালী জেলার কালাপাড়া এলাকার লফিফ হাওলাদেরের ছেলে। এ ঘটনায় যাত্রীবাহি বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।
[৪] জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স জানান-রাবার বাগান মোড়টি খুবই দূর্ঘটনাপ্রবণ। এ মোড়ে চট্টগ্রাম অভিমুখি কাভার্ডভ্যানটির সাথে চকরিয়া থেকে আসা কক্সবাজার মুখি যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক প্রাণ হারান।
[৫] এতে বাসের ১০ জনের বেশী যাত্রী আহত হন। এরমধ্যে বাসটির চালক সহ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
[৬] রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানিয়েছেন- দূর্ঘটনার শিকার ১১ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে মো. নান্নু নামের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহত ১০ জনের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
[৭] রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।