শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৯:২৫ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

কামাল শিশির: [২] কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

[৩] রবিবার (২৯ আগস্ট) বেলা আড়াইটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান ফ্যাক্টরী সংলগ্ন মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে নিহত ক্যাভার্ডভ্যান চালক মো. নান্নু (৫২) পটুয়াখালী জেলার কালাপাড়া এলাকার লফিফ হাওলাদেরের ছেলে। এ ঘটনায় যাত্রীবাহি বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।

[৪] জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স জানান-রাবার বাগান মোড়টি খুবই দূর্ঘটনাপ্রবণ। এ মোড়ে চট্টগ্রাম অভিমুখি কাভার্ডভ্যানটির সাথে চকরিয়া থেকে আসা কক্সবাজার মুখি যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক প্রাণ হারান।

[৫] এতে বাসের ১০ জনের বেশী যাত্রী আহত হন। এরমধ্যে বাসটির চালক সহ কয়েকজনের অবস্থা আশংকাজনক।

[৬] রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানিয়েছেন- দূর্ঘটনার শিকার ১১ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে মো. নান্নু নামের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহত ১০ জনের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

[৭] রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়