সুমাইয়া মিতু: [২] ইয়েমেনে জনসন অ্যান্ড জনসনের প্রায় দেড় লাখ ডোজের প্রথম চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন, দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আরব নিউজ
[৩] ইয়েমেন একটি যুদ্ধবিধ্বস্ত হতদরিদ্র দেশ, দীর্ঘ ছয় বছর ধরে যুদ্ধ চলায় সেখানকার স্বাস্থ্য পরিকাঠমো ভেঙ্গে গেছে। গত মার্চ মাসে দেশটিতে কোভ্যাক্সের পক্ষ থেকে ৩৬ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠানো হয়। আগামী সেপ্টেম্বর মাসে এ ভ্যাকসিনের আরো কিছু ডোজ আসার কথা রয়েছে।
[৪] যুক্তরাষ্ট্র ইয়েমেনকে যে ৫ লাখ ৪ হাজার ডোজ করোনা টিকা অনুদান দেবে তারই প্রথম চালান হিসেবে দেড় লাখ ডোজ ইয়েমেনে পৌঁছেছে।
[৫] ইয়েমেনে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১৪শ ৫০ জন এবং আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৫১ জন। জাতিসংঘ জানায়, ইয়েমেনে মাত্র ১ শতাংশ মানুষ টিকার দেওয়ার সুযোগ পেয়েছে। সম্পাদনা : রাশিদ