মাসুম বিল্লাহ: [২] নেত্রকোনার দুর্গাপুরে ছেলে আব্দুল হক(৩০) কে পিটিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছিলো বাবা আলী আমজাদ(৬৮)। শনিবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের তিতারজান গ্রামে এই ঘটনাটি ঘটে।
[৩] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হক সব সময় নেশা করতো এবং নেশার টাকার জন্য বাবা মাকে মারধর করতো । ছেলের বিরুদ্ধে কিছুদিন আগে থানায় অভিযোগ দিয়েছিলো বাবা । থানায় একটি মামলা রয়েছে ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে আব্দুল হক নেশার টাকার জন্য তার বাবা মার উপর অত্যাচার শুরু করলে এক পর্যায়ে বাবা আলী আমজাদ ছেলেকে কাঠের মোগর দিয়ে পিটাতে শুরু করে । মারধরের এক পর্যায়ে আব্দুল হকের মৃত্যু হলে নিজ ঘরের বারান্দার কক্ষে মাটিতে পুঁতে রাখে বাবা মা।
[৪] রবিবার স্থানীয়রা ছেলেটিকে না পেয়ে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদকে খবর দেয়। নুর মোহাম্মদ লোকজন নিয়ে বাড়িতে এসে বারান্দার কক্ষে নতুন মাটি দেখে বিষয়টি সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। রোববার দুপুরে পুলিশ এসে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
[৫] এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল হকের বাবা মাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছেলে হত্যার কথা স্বীকার করেছে । মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস