শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাটখিলে মোটরসাইকেলসহ চোরচক্রের ২সদস্য আটক

মাহবুবুর রহমান: [২] নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বাবলু ও বাহারকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

[৩] শনিবার দিবাগত রাতে বানসা গ্রাম থেকে তাদের আটক করা হয়। রোববার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, মধ্য বানসা গ্রামের মফিজুল্লাহর ছেলে আবুল হোসেন বাবলু (৩৮) ও বানসা গ্রামের সোনা মিয়ার ছেলে বাহার উদ্দিন (৩৬)।

[৪] পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাতে বানসা পূর্ব মধ্যপাড়া এলাকার ফোরকানিয়া মাদ্রাসার একটি কক্ষ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কবির হোসেন নামের এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে চাটখিল থানার ওসি আবুল খায়েরের নেতৃত্বে মোটরসাইকেলটি উদ্ধার অভিযানে নামে পুলিশ। অভিযানকালে এসআই শাহ আলমসহ পুলিশের একটি দল শনিবার রাতে বানসা এলাকা থেকে বাবলু ও বাহারকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করে মোটরসাইকেলের তথ্য দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

[৫] ওসি আবুল খায়ের জানান, আটককৃত ২জন আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সদস্য। তারা জেলার বিভিন্নস্থান থেকে মোটরসাইকেল চুরি করে কুমিল্লা, মনোহরগঞ্জ এলাকায় নিয়ে বিক্রি করে। পরে এ মোটরসাইকেলগুলো চোরচক্রের মাধ্যমে ভারতে চলে যায়। তাদের বিরুদ্ধে পেনাল কোড ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়