শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাটখিলে মোটরসাইকেলসহ চোরচক্রের ২সদস্য আটক

মাহবুবুর রহমান: [২] নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বাবলু ও বাহারকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

[৩] শনিবার দিবাগত রাতে বানসা গ্রাম থেকে তাদের আটক করা হয়। রোববার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, মধ্য বানসা গ্রামের মফিজুল্লাহর ছেলে আবুল হোসেন বাবলু (৩৮) ও বানসা গ্রামের সোনা মিয়ার ছেলে বাহার উদ্দিন (৩৬)।

[৪] পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাতে বানসা পূর্ব মধ্যপাড়া এলাকার ফোরকানিয়া মাদ্রাসার একটি কক্ষ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কবির হোসেন নামের এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে চাটখিল থানার ওসি আবুল খায়েরের নেতৃত্বে মোটরসাইকেলটি উদ্ধার অভিযানে নামে পুলিশ। অভিযানকালে এসআই শাহ আলমসহ পুলিশের একটি দল শনিবার রাতে বানসা এলাকা থেকে বাবলু ও বাহারকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করে মোটরসাইকেলের তথ্য দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

[৫] ওসি আবুল খায়ের জানান, আটককৃত ২জন আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সদস্য। তারা জেলার বিভিন্নস্থান থেকে মোটরসাইকেল চুরি করে কুমিল্লা, মনোহরগঞ্জ এলাকায় নিয়ে বিক্রি করে। পরে এ মোটরসাইকেলগুলো চোরচক্রের মাধ্যমে ভারতে চলে যায়। তাদের বিরুদ্ধে পেনাল কোড ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়