সনতচক্রবর্ত্তী : ফরিদপুরের বোয়ালমারীতে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের শেষ দিন রবিবার (২৯ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি এবং UID নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে উপজেলার সমস্ত মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজসমূহের প্রতিষ্ঠান প্রধানগণ ও একজন শিক্ষকের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শিক্ষা তথ্য ও প্রশিক্ষণ ব্যুরোর অর্থায়নে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৮ ও ২৯ আগস্ট এই শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
এর আগে শনিবার সকাল ১০টায় উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, শেখর ইউনিয়নের চেয়ারম্যান এবং সসহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা, প্রশিক্ষক ও সহকারী প্রোগ্রামার গায়ত্রী পাল, উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুল প্রধানগণ প্রমুখ।