শিরোনাম
◈ ৪৩ বছরের গাড়ি রাস্তায় কিভাবে চলে বিআরটিএ কর্মকর্তাদের কাছে চাইলেন ওবায়দুল কাদের ◈ ১০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা দুবাইয়ের ◈ রাজনীতি নিয়ে কোনো আলাপ করেননি ডোনাল্ড লু: তথ্য প্রতিমন্ত্রী ◈ রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার ◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাইয়ে স্পেন দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : [২] ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের স্কোয়াডে ঠাঁই পাননি পিকে-রামোসদের মতো তারকা খেলোয়াড়রা। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন লুইস এনরিকে। তবে সেমিফাইনাল থেকে বিদায়ের পর স্পেনের কোচ বেশ জোর গলায়ই বলেছিলেন, দল নির্বাচনে কোনো ভুল সিদ্ধান্ত তিনি নেননি। দল ঘোষণা করে আরও একবার আলোচনায় আসলেন স্পেনের এই কোচ।

[৩] বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে স্পেন। আবারও পছন্দমতো স্কোয়াড নির্বাচন করেছেন এনরিকে। যেখানে জায়গা হয়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের। এমনকি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিতেও রাজি নন সাবেক বার্সা কোচ। লস ব্লাঙ্কোসদের কেউ সুযোগ না পেলেও বার্সেলোনার তিন খেলোয়াড় রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ খেলবে স্পেন। ৩রা সেপ্টেম্বর সুইডেন, ৬ই সেপ্টেম্বর জর্জিয়া এবং ৯ই সেপ্টেম্বর কসোভোর মুখোমুখি হবে স্প্যানিয়ার্ডরা।

[৪] সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে সাতটি পরিবর্তন এনেছেন এনরিকে। এবারও জায়গা হয়নি সদ্য প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়া অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসের। জায়গা হয়নি জেরার্ড পিকেরও। ইউরো কাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় পেদ্রি গনজালেসকে বিশ্রাম দিয়েছেন এনরিকে। বিশ্রাম দেয়া হয়েছে আরেক মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাকেও। এছাড়া টোকিও অলিম্পিকে দুর্দান্ত পারফর্ম করা তোরেস, দানি ওলমো ও মিকেল ওয়ারজাবালকেও দলে রাখেননি এনরিকে।

[৫] প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার কার্লোস সলের ও পর্তুগিজ ক্লাব ব্রাগার স্ট্রাইকার আবেল রুইস। দীর্ঘ সময় পর দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার পাবলো ফোরনালস ও ভিয়ারিয়াল অধিনায়ক রাউল আলবিওল।

[৬] বিশ্বকাপ বাছাইয়ে পর্বের স্কোয়াড - গোলরক্ষক: ডেভিড ডি গিয়া (ম্যানইউ), উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও), রবার্তো সানচেজ (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন)।

[৭] ডিফেন্ডার: জর্ডি আলবা (বার্সেলোনা), হোসে গায়া (ভ্যালেন্সিয়া), সিজার অ্যাজপিলিকুয়েতা (চেলসি), মার্কোস লরেন্তে (অ্যাটলেটিকো মাদ্রিদ), এরিক গার্সিয়া (বার্সেলোনা), এমেরিক লাপোর্ত (ম্যানচেস্টার সিটি), ইনিগো মার্টিনেজ (অ্যাথলেটিক বিলবাও), রাউল আলবিওল (ভিয়ারিয়াল)।

[৮ মিডফিল্ডার: সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), মিকেল মেরিনো (রিয়াল সোসিয়েদাদ), কার্লোস সলের (ভ্যালেন্সিয়া), ব্রাইস মেনদেস (সেল্টা ভিগো)।

[৯] ফরোয়ার্ড: পাবলো ফোরনালস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), পাবলো সারাবিয়া (পিএসজি), ফেররান তোরেস (ম্যানচেস্টার সিটি), অ্যাডাম ট্রাওরে (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), আলভারো মোরাতা (জুভেন্টাস), জেরার্ড মরেনো (ভিয়ারিয়াল) ও আবেল রুইস (ব্রাগা)। - মার্কা/ এমজমনি

  • সর্বশেষ
  • জনপ্রিয়