শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় ◈ শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ে হওয়ায় জমে ওঠে তীব্র ক্ষোভ শালীর স্বামীকে ডেকে খুন ◈ তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল  ◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির ◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩ রানে ৭ উইকেট নিয়ে ডাচ নারীর বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক :[২] ইতিহাসের পাতায় নাম লিখলেন নেদারল্যান্ডস নারী দলের ফাস্ট বোলার ফেডেরিক ওভারডাইক। বৃহস্পতিবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার তিনি। তার বোলিং ফিগারও সব টি-টোয়েন্টি মিলিয়ে সেরা।

[৩] স্পেনের মুর্সিয়ায় কার্টাগেনার লা মানগা ক্লাব টপ গ্রাউন্ডে মেয়েদের টি- টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ারে এই কীর্তি গড়েন ওভারডাইক। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ২০ বছর বয়সী ডানহাতি পেসারের দখলে।

[৪] ফ্রান্সের বিপক্ষে দলকে ৯ উইকেটে জেতাতে তার বোলিং ফিগার ছিল ৪-২-৩-৭। মানে চার ওভারে ২ মেডেন দিয়ে মাত্র ৩ রান খরচায় নেন রেকর্ড সংখ্যক উইকেট।

[৫] পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল টি-টোয়েন্টি বোলার ভারতের দীপক চাহার। ২০১৯ সালের নভেম্বরে নাগপুরে মাহমুদউল্লাহর বাংলাদেশের বিপক্ষে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন।

[৬] মেয়েদের ক্রিকেটে নেপালের অফব্রেক বোলার অঞ্জলি চাঁদ ২০১৯ সালের সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে ৬ উইকেট নেন কোনো রান না দিয়ে। দুটি রেকর্ডই ভেঙে দিলেন ওভারডাইক।

[৭] এই ডাচ নারী পেসারের আগে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার ছিল কলিন অ্যাকারম্যানের। ভাইটালিসি বøাস্টে ২০১৯ সালের আগস্টে লিস্টারশায়ারের দক্ষিণ আফ্রিকান স্পিনার ৪ ওভারে ১৮ রান দিয়ে ফেরান বার্মিংহ্যাম বিয়ার্সের ৭ ব্যাটসম্যানকে। মানে ৭ উইকেট নেওয়ার তালিকায় অ্যাকারম্যানের পাশে বসলেন ওভারডাইক। তবে সেরা বোলিং ফিগার তার।

[৮] ওভারডাইক একে একে ফেরান প্রতিপক্ষ অধিনায়ক টারা ব্রাইটন, পপি ম্যাকগিউন, থিয়া গ্রাহাম, এমানুয়েল্লে ব্রেলিভেট, ট্রেসি রোদ্রিগেজ, এমা চান্স ও মায়েল্লে কারগোয়েটকে। তার অবিশ্বাস্য স্পেলে ডাচ দল ফ্রান্সকে ১৭.৩ ওভারে ৩৩ রানে অলআউট করে। এর মধ্যে ১৪টি রানই আসে অতিরিক্ত খাত থেকে। রান তাড়া করতে নেমে ১৬.৩ ওভারেই জিতে যায় নেদারল্যান্ডস।

[৯] বৃহস্পতিবার আগের ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যায় ডাচরা। ওই ম্যাচে ওভারডাইক দুই ওভার বল করে পাননি কোনো উইকেট। তবে ২৪ ঘণ্টার মধ্যে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। - ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়