শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ১২:৩০ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭২ ক্যান বিয়ারসহ যুবলীগ নেতা আটক

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা থেকে ৭২ ক্যান বিয়ারসহ মাসুদ মাদবর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

[৩] বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড এলাকার তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা ডিবি পুলিশ।

[৪] মাসুদ মাদবর (২৮) শ্রীপুর উপজেলার মাওলানা ইউনিয়নের সিংগার দিঘী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।মাসুদ মাওনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

[৫] মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন বলেন, মাসুদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেও তার ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নিবে না। একজন অপরাধী তার শাস্তি অবশ্যই পাবে।

[৬] ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই ওবায়দুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড এলাকায় অভিযান পরিচালনা কর হয়।এসময় মাসুদের ভাড়া বাসা থেকে তল্লাশি করে ৭২ ক্যান বিয়ার উদ্ধারসহ তাকে গ্রেফতার করে শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৭] শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়