শিরোনাম
◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ১২:৩০ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭২ ক্যান বিয়ারসহ যুবলীগ নেতা আটক

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা থেকে ৭২ ক্যান বিয়ারসহ মাসুদ মাদবর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

[৩] বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড এলাকার তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা ডিবি পুলিশ।

[৪] মাসুদ মাদবর (২৮) শ্রীপুর উপজেলার মাওলানা ইউনিয়নের সিংগার দিঘী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।মাসুদ মাওনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

[৫] মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন বলেন, মাসুদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেও তার ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নিবে না। একজন অপরাধী তার শাস্তি অবশ্যই পাবে।

[৬] ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই ওবায়দুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড এলাকায় অভিযান পরিচালনা কর হয়।এসময় মাসুদের ভাড়া বাসা থেকে তল্লাশি করে ৭২ ক্যান বিয়ার উদ্ধারসহ তাকে গ্রেফতার করে শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৭] শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়