শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৯:০৬ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেতার নিরাপত্তার দায়িত্ব দোকানির: সালমান এফ রহমান, ফায়ার সেফটি নিশ্চিত না করলে মার্কেট বন্ধ: মেয়র আতিকুল

সুজিৎ নন্দী: [২] বাণিজ্যিক ভবন মালিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকান মালিকদের অগ্নি নিরাপত্তায় উদ্যোগ নিতে আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ সম্পর্কিত উপদেষ্টা সালমান এফ রহমান।

[৩] তিনি বলেন, আমরা কেউ চাই না যে অগ্নিকাণ্ড ঘটুক আর আমাদের জান-মালের ক্ষতি হোক। ব্যবসায়ীরাই ভালো জানেন যে, তাদের প্রতিষ্ঠানে কোথায় ‘রিস্ক’ আছে।

[৪] বৃহস্পতিবার (২৬ আগস্ট) গুলশান নগর ভবনে আয়োজিত ‘অগ্নিনিরাপত্তা-আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এ কথা বলেন।

[৫] সভাপতির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা সবাই বসেছি এখানে, মার্কেটের প্রতিনিধিরাও আছেন। আমরা এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেবো। আমরা এলাকা ভিত্তিক সময়সীমা নির্ধারণ করে দেবো। এর মধ্যে সবাইকে ফায়ার সেফটি বিষয়গুলো নিশ্চিত করতে হবে।অন্যথায় আমরা তাদের ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কোনো সুবিধা দেবো না।

[৬] মেয়র বলেন, সময় এসেছে ফায়ার সেফটি নিশ্চিত করার। এ বিষয়ে আমাদের সচেতন হওয়া এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ফায়ার সেফটি বিষয়ে আমরা এলাকাভিত্তিক নির্দেশনা অনুযায়ী ডেট দিয়ে দেবো। এরমধ্যে সবাইকে ফায়ার সেফটি বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

[৭] তিনি আরও বলেন, প্রতিটি ভবনের ফায়ার সেফটি নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সেই ভবন মালিকের। তারা বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছে না। জননিরাপত্তা বা সেফটি ইস্যুতে সিটি করপোরেশন যেকোনো সময় যেকোনো দোকান বন্ধ করে দেয়ার ক্ষমতা আছে সিটি করপোরেশন আইনে।

[৮] সম্প্রতি বনানী অগ্নিকাণ্ডের উদাহরণ দিয়ে মেয়র বলেন, চেয়ারম্যান বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেখানে কিন্তু ফায়ার সেফটি ছিলো না। অথচ তারা সেখানে বসে বড় বড় ব্যবসা পরিচালনা করছে। কিন্তু তারা ফায়ার সেফটির বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

[৯] তিনি বলেন, সময় এসেছে আমাদের ফায়ার সেফটি বিষয়টি নিশ্চিত করার। প্রতিটি ভবনের ফায়ার সেফটি নিশ্চিত করার দায়িত্ব কিন্ত সেই ভবন মালিকের। তারা এই বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছেন না।

[১০] মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকসুদ হেলালী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থপতি ইকবাল হাবীবসহ রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিংমলের প্রতিনিধিরা। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়