শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক : [২] দীর্ঘ তিন বছর ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন এহসান মানি। গতকাল বুধবার পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যায় সাবেক এ পাকিস্তানি বোলারের।

[৩] তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বর্তমানে পিসিবির খালি থাকা চেয়ারম্যানের আসনে নতুন দায়িত্ব পাবেন রমিজ রাজা। যদিও বিষয়টি এখনও পরিস্কার নয়। চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বসেন এহসান মানি ও রমিজ রাজা। এর ৩ দিন পর মানি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ওই বৈঠকেই রমিজ রাজা ইমরান খানের কাছে তার পরিকল্পনার কথা জানান।

[৪] এদিকে নতুন চেয়ারম্যান কে হবেন এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আমরা কোনো মন্তব্য করতে পারি না। এ সিদ্ধান্ত সরাসরি প্রধানমন্ত্রীর কক্ষ থেকে আসবে। ’

[৫] বর্তমানে পিসিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি সপ্তাহে বোর্ডের বাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দু’জন বোর্ড অব গভর্নস (বিওজি) নির্বাচন করবেন প্রধানমন্ত্রী নিজেই। সেখান থেকে একজন হবে নতুন চেয়ারম্যান।

[৬] এর আগে অবশ্য রমিজ রাজা এক ক্রিকেট ওয়েবসাইটকে পাকিস্তানের ক্রিকেট পুনর্গঠন করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে জানিয়েছেন। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের নতুন কোনো দিকনির্দেশক দরকার। কারণ বর্তমানে তিন ফরম্যাটেই আমাদের র‌্যাংকিংয়ে বুঝা যায় প্রধানমন্ত্রীর চাওয়া অনুযায়ী দলের আশানুরূপ উন্নতি হচ্ছে না। ’

[৭] রমিজ রাজার এমন বক্তব্য তাকে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে নির্দেশ করে। অপরদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে এহসান মানি জানান, পিসিবির সঙ্গে তিনি আর চুক্তি বাড়াবেন না। তাই নতুন চেয়ারম্যানের আসনে রমিজ রাজাই এগিয়ে আছেন। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়