শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবরে আগরতলা ও গোহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক: সাফল্যের সঙ্গে কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হওয়ায়, আগরতলায় দ্বিতীয়বারের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর পাশাপাশি ভারতের আসাম রাজ্যের গোহাটিতে ১ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।

ভারতের এই দুই রাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষীদের মধ্যে বাংলাদেশি চলচ্চিত্রে উপর যথেষ্ট আগ্রহ রয়েছে। এই বিবেচনায় চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অথবা কাছাকাছি সময় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে। দুই রাজ্যেই উৎসববের সহযোগিতা করবে আগরতলা ও গোহাটি বাংলাদেশ সহকারী হাইকমিশন। খবর বাংলা নিউজ২৪.কম

এর আগে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উদ্যোগে এবং আগরতলা দূতাবাসের সহযোগিতায় ২০১৯ সালের ১৫ এবং ১৬ সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছিল। সেবার যথেষ্ট জনপ্রিয়তার কারণে দ্বিতীয়বারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত, চলচ্চিত্র উৎসবটি ভারত-বাংলাদেশের মধ্যে এক অনবদ্য সোপান হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ২০১৮ সালে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল। সফল এবং জনপ্রিয়তার কারণে ২০১৮ থেকে ২০২১ সাল অব্দি কলকাতায়, তৃতীয়তম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আয়োজন করা হয়।

পাশপাশি জানা যায়, পরবর্তীতে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এ উৎসবের আযোজনের পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনার অন্যতম কারণ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা তথা ভারতের সাংস্কৃতিক জগতের মানুষকে আনন্দিত করছে। ফলে ধারাবাহিকভাবে চলচ্চিত্র উৎসব আয়োজনে দুই দেশের সাংস্কৃতিক বন্ধনে আরও সুদৃঢ় হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়