শিরোনাম
◈ জলবায়ু অভিঘাত মোকাবিলা হলে পোশাক রপ্তানি ছাড়াবে ১২ হাজার কোটি ডলার ◈ আদানির বিদ্যুৎ কিনে দুই বছরে পিডিবির লোকসান প্রায় ১৪ হাজার কোটি টাকা ◈ আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা ◈ নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ◈ বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে, নিবন্ধন পেল তারেক রহমানের হার্ড জিপ ◈ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জেরে আসামে হাই অ্যালার্ট, সীমান্তে কড়া নজর মুখ্যমন্ত্রীর ◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে হামলা: হামলাকারীদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিয়াজুর রহমান: [২] নগরীর কোতোয়ালি টাইলস ও মোজাইক লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভপতি মো. ফেরদৌস জামান মুকুলের উপর বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অভিযুক্ত গোলাম মোস্তাফাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কাজীর দেউরি টাইলস মোজাইক শ্রমিকরা।

[৩] মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১টায় নগরীর কাজীর দেউরি চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] এসময় সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, গত সোমবার রাত ৮টার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে কোতোয়ালি টাইলস ও মোজাইক লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভপতি ফেরদৌস জামান মুকুলের উপর বহিরাগত সন্ত্রাসীরা হামলা করেন।

[৪] তিনি বলেন, আগামী ২৭ আগস্ট শুক্রবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাজীর দেউরিতে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি বানচাল করতে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেন। চিহ্নিহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

[৫] মানববন্ধনে উপস্থিত ছিলেন- হামলায় আহত সংগঠনের সভাপতি ফেরদৌস জামান মুকুল, সহ-সভাপতি মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শফি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ খলিল, নির্মাণ শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ প্রমুখ।

[৬] উল্লেখ্য, এবিষয় গোলাম মোস্তফাকে বিবাদী করে নগরীর কোতোয়ালি থানায় মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে একটি অভিযোগ দাখিল করেন হামলায় আহত ফেরদৌস জামান মুকুল। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়