শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সচিবের অসুস্থ মাকে সহানুভূতি ও আবেগের জায়গা থেকে দেখতে গেছেন কর্মকর্তা-কর্মচারিরা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আব্দুল্লাহ মামুন: [২] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম জানিয়েছেন, মৎস্য সচিব রওনক মাহমুদের করোনায় আক্রান্ত মাকে হাসপাতালে দেখাশোনার জন্য ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করার যে খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তার কোনো সত্যতা নেই।

[৩] সোমবার (২৩ আগস্ট) বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। তবে এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেন, কর্মকর্তা- কর্মচারির শিফটিং অনুযায়ী ডিউটির তথ্য সঠিক নয়। কেউ কেউ দেখতে যায় আবার অনেকে যায় না এতোটুকুই। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরদের যে শিফটিংয়ে ডিউটির তথ্য উঠে এসেছে তা অসম্ভব।

[৪] মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, সচিব তার মায়ের অসুস্থতায় সেবা করার জন্য কাউকে কোনো দায়িত্ব দেননি। মন্ত্রণালয় থেকে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি বা চিঠি ইস্যু করা হয়নি। সময়টিভি।

[৫] মন্ত্রী বলেন, সচিব নিজেও অসুস্থ। সহানুভূতি জানাতে অনেকেই হাসপাতালে গিয়েছেন। মন্ত্রণালয়েও খোঁজ নেয়া হয়েছে। এ বিষয়ে কাউকে কোন চিঠি দেয়া হয়নি। এমনকি মন্ত্রণালয় থেকে কোন তালিকাও তৈরি হয়নি। ডিবিসি টিভি।

[৬] মন্ত্রী আরও বলেন, তার (সচিব) ৯৫ বছর বয়সী মা করোনায় আক্রান্ত হয়েছেন, পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। হয়তো মন্ত্রণালয়-অধিদফতরের কেউ কেউ হাসপাতালে সহানুভূতি জানাতে যেতে পারেন, সেখানে তিনি কাউকে কোনো দায়িত্ব প্রদান করেননি।

[৭] মন্ত্রী বলেন, আমি মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে দেখেছি, মন্ত্রণালয়ের সচিবের মায়ের দেখভাল করার জন্য কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। মন্ত্রণালয় থেকে যেসব চিঠি ইস্যু করা হয়, তার একটা দাফতরিক তারিখ থাকে, সময় থাকে এবং কর্মকর্তার সাক্ষর থাকে। মন্ত্রণালয় থেকে খোঁজ নিয়ে দেখেছি, মন্ত্রণালয় থেকে এ ধরনের কাউকে দায়িত্ব দিয়ে কোনো নির্দেশনা জারি করা হয়নি। ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়