শিরোনাম
◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি ◈ শ্রম আইন সংশোধন বিষয়ে যে বার্তা দিলো ইইউ ◈ সড়ক দুর্ঘটনায় এক মাসে প্রাণ হারাল ৪৪১ জন

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনার টিকা

মঈন উদ্দীন: [২] ১৮ বছরের বেশি সরকারি-বে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে এই টিকা নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, ১৮ বছর হলেই সবাই টিকা পাবে বিষয়টি এমন নয়।

[৩] শুধুমাত্র কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিকা কার্যকর হয়েছে। শিক্ষার্থীদের বাইরে অন্য পেশা ও ১৮ বছরের বেশি হলে টিকা দেওয়া হচ্ছে না। ২৫ বছরের কম ১৮ বছরের যে সকল মানুষ টিকা নিচ্ছে তারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের শুধু নগরীর টিটিসি টিকা কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

[৪] ২১ আগস্ট নগরীর টিটিসি টিকা কেন্দ্র গিয়ে দেখা যায়, টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়। বেশির ভাগ শিক্ষার্থী নগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কথা হয় কয়েকজন শিক্ষার্থীদের সাথে। রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাতিন ইশরাক জানান, গত কয়েকদিন আগে রেজিস্ট্রেশন করি পরে এই কেন্দ্রে আসার বিষয়ে কর্তপক্ষ জানায় আজ এসে টিকা নিলাম। আমার পরিচিত অনেক শিক্ষার্থী টিকা নিচ্ছে।

[৫] নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ জানান, টিকা নেওয়ার কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমে জানতে পারি। যাদের বয়স ১৮ বছরের বেশি তারা সবাই করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। পরে রেজিস্ট্রেশন করি। আজ টিকা নিলাম, ভালো লাগছে। সকল শিক্ষার্থীদের এভাবে টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে ভালো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়