সাকিবুল আলম: [২] সম্প্রতি কাবুল থেকে দিল্লিতে পৌঁছানোর পর, মুসকান নামের এক আফগান নারী পুলিশকর্মী সংবাদকর্মীদের এ তথ্য জানান। নারীদের প্রতি তালিবানের নৃশংসতার কথা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, প্রতিটি বাড়ি থেকে একজন নারীকে উঠিয়ে নিয়ে যেতো তারা। এরপর তাদের ধর্ষণ করে হত্যা করা হতো। আনন্দবাজার
[৩] চোখের সামনে ঘটা ভয়ংকর অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে মুসকান আরো জানান, ধর্ষণ ও খুন করেই থামতো না তারা, তাদের মধ্যে অনেকে সেই মৃতদেহকেও ধর্ষণ করতো। কোনো আফগান নারী যদি বাইরে কাজ করে উপার্জন করে তবে তাকেও তালিবানের হুমকির মুুখে পড়তে হতো। হুমকি দেওয়ার পরেও কোনো নারী যদি বাইরে যেতো, তবে তাকে তখনই তুলে নিয়ে গিয়ে হত্যা করতো তালিবান সদস্যরা।
[৪] সম্প্রতি একজন মধ্যবয়সী মহিলাকে এক তালিবান নেতা মাথায় গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। সম্পাদনা: সুমাইয়া ঐশী