শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যথা সময়েই বিশেষ উপায়ে বাংলাদেশে আসছে আফগান যুব ক্রিকেটারেরা

রাহুল রাজ: [২] আফগানিস্তানের তালেবান ক্ষমতা দখলের পরে তাদের অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলো। শেষ পর্যন্ত আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে আগামী ৩১ আগস্টই তারা বাংলাদেশে আসছে।

[৩] সফরকালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি চারদিনের ম্যাচ খেলবে আফগান তরুণরা।

[৪] তালেবানরা ক্ষমতা দখল করার পরও বাংলাদেশ সফরকে সামনে রেখে এরই মধ্যে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেছে দলটি। আফগানিস্তান থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় কাবুল থেকে ঢাকায় কিভাবে দলটি আসবে সেই প্রশ্ন সবার মনে।

[৫] এখনও যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে তাদের ঢাকায় আসার পথ বেশ জটিল এবং এটাই একমাত্র রাস্তা। ক্রিকেটারদেরকে প্রথমে সড়ক পথে আসতে হবে পাকিস্তানে। এরপর সেখান থেকে বিমানে করে যেতে হবে দুবাই। দুবাই থেকে ঢাকা এবং ঢাকা থেকে ম্যাচের ভেন্যু সিলেট। ঠিক একইভাবে সড়কপথ ও আকাশপথ ব্যবহার করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে আফগান জাতীয় দল।

[৬] রোববার ২২ আগস্ট তোর্কহাম স্থলবন্দর দিয়ে আফগান জাতীয় দলকে পাকিস্তানের পেশোয়ারে পাঠানো হয়েছে। সেখান থেকে বিমানে প্রথমে ইসলামাবাদ, এরপর ইসলামাবাদ থেকে দুবাই এবং দুবাই থেকে কলম্বোয় যাওয়ার কথা তাদের।

[৭] অনেকটা একইভাবে পাকিস্তান ও আরবআমিরাত হয়ে বাংলাদেশে আসবে আফগানদের যুব দল। বিসিবি অবশ্য এখনও যাত্রাপথের বিষয়টি স্পষ্ট করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়