রাহুল রাজ: [২] আফগানিস্তানের তালেবান ক্ষমতা দখলের পরে তাদের অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলো। শেষ পর্যন্ত আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে আগামী ৩১ আগস্টই তারা বাংলাদেশে আসছে।
[৩] সফরকালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি চারদিনের ম্যাচ খেলবে আফগান তরুণরা।
[৪] তালেবানরা ক্ষমতা দখল করার পরও বাংলাদেশ সফরকে সামনে রেখে এরই মধ্যে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেছে দলটি। আফগানিস্তান থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় কাবুল থেকে ঢাকায় কিভাবে দলটি আসবে সেই প্রশ্ন সবার মনে।
[৫] এখনও যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে তাদের ঢাকায় আসার পথ বেশ জটিল এবং এটাই একমাত্র রাস্তা। ক্রিকেটারদেরকে প্রথমে সড়ক পথে আসতে হবে পাকিস্তানে। এরপর সেখান থেকে বিমানে করে যেতে হবে দুবাই। দুবাই থেকে ঢাকা এবং ঢাকা থেকে ম্যাচের ভেন্যু সিলেট। ঠিক একইভাবে সড়কপথ ও আকাশপথ ব্যবহার করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে আফগান জাতীয় দল।
[৬] রোববার ২২ আগস্ট তোর্কহাম স্থলবন্দর দিয়ে আফগান জাতীয় দলকে পাকিস্তানের পেশোয়ারে পাঠানো হয়েছে। সেখান থেকে বিমানে প্রথমে ইসলামাবাদ, এরপর ইসলামাবাদ থেকে দুবাই এবং দুবাই থেকে কলম্বোয় যাওয়ার কথা তাদের।
[৭] অনেকটা একইভাবে পাকিস্তান ও আরবআমিরাত হয়ে বাংলাদেশে আসবে আফগানদের যুব দল। বিসিবি অবশ্য এখনও যাত্রাপথের বিষয়টি স্পষ্ট করেনি।